বঙ্গ-নিউজ ডটকম: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা স্থগিত করার পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে দেশটির সরকারের কোনো অবস্থান নয় বলে মন্তব্য করেছেন সফররত কংগ্রেসম্যান সেনডের লেভিন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় তিনি যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানান বলে বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “লেভিন বলেছেন, জিএসপি সুবিধা স্থগিত করা বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কোনো অবস্থান নয়।”
কারখানার কর্ম পরিবেশের উন্নতিসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারগুলো বাস্তবায়ন না না করা পর্যন্ত গত ২৮ জুন বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করে যুক্তরাষ্ট্র।
২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার পর আগেও দুবার তা বাতিলের কথা উঠলেও গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুনে শতাধিক এবং এবছরের এপ্রিলে রানা প্লাজা ধসে ১১৩০ জন পোশাক শ্রমিকের প্রাণহানির ঘটনার পরই এই সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র।
তবে জিএসপি স্থগিতের সিদ্ধান্তের তিন সপ্তাহের মধ্যেই তা ফিরে পেতে কারখানাগুলোতে শ্রম, অগ্নি ও ভবন পরিদর্শকের সংখ্যা বাড়ানো ও তাদের প্রশিক্ষণ, এসব ক্ষেত্রে নিরাপত্তা মান লঙ্ঘনকারী পোশাক কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তি এবং সব ধরনের কারখানায় ইউনিয়নের অধিকার দেয়াসহ বাংলাদেশের জন্য ‘একটি কর্মপরিকল্পনা’ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
বাসসের খবরে বলা হয়, “প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জিএসপি সুবিধা পুনর্বহাল করবে।”
রানা প্লাজায় ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ঘটনার পর পরই দ্রুততম সময়ে উদ্ধার অভিযান শুরু করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
শেখ হাসিনা কংগ্রেসম্যানকে বলেন, “শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় শ্রম আইন-২০১৩ প্রণয়ন করা হয়েছে। সরকার কারখানাগুলোর নিরাপত্তা উন্নয়নে প্রায় দুই শতাধিক শ্রমিক নিয়োগ এবং ৭টি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।”
যুক্তরাষ্ট্র সরকারের সুপারিশ অনুযায়ী কারখানা ও শ্রমিকদের সম্পর্কে তথ্য যোগান দিতে ওয়েবসাইট চালু করা হবে বলেও জানান তিনি।
ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরো উন্নত হবে কংগ্রেসম্যান লেভিন প্রধানমন্ত্রীর কাছে আশাপ্রকাশ করেন।
এসময় উপস্থিত অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ছিলেন।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও বৈঠক করেন লেভিন। বৈঠকের পর যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সম্মানে ভোজ দেন মন্ত্রী।
তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান সেনডের লেভিন।
সফরকালে বেশ কয়েকটি কারখানা পরিদর্শন, শ্রমিক ও ব্যবসায়ী নেতা, শীর্ষ সরকারি কর্মকর্তা ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ সময়: ২০:০৭:০২ ৩৬৯ বার পঠিত