সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Home Page » সারাদেশ » সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ১৬ অক্টোবর ২০২১



---


সিলেট অঞ্চল একটি পর্যটন সমৃদ্ধ ঐতিহ্যবাহী জনপদ। সিলেট বিভাগের পর্যটন কেন্দ্রগুলো দেশ-বিদেশের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণ সৃষ্টি করেছে। সিলেটের জাফলং, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, হবিগঞ্জের মাধবপুর লেক এবং মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের সৌন্দর্য দেশ ছাড়িয়ে বিদেশের মানুষের মধ্যেও স্থান করে নিয়েছে। এছাড়া আরো অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলো সিলেট অঞ্চলের ভাবমূর্তিকে উজ্জ্বল করে দিয়েছে। পর্যটন শিল্পের বিকাশ হলে সিলেট অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে।


পাণ্ডুলিপি প্রকাশন’র উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘পাণ্ডুলিপি লেখক-পাঠক আড্ডা’র ষষ্ঠ পর্বে আয়োজিত ‘সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দে) রাত সাড়ে আটটায় পাণ্ডুলিপিস্থ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, ব্যাংকার ও সমাজচিন্তক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন, লেখক ও ব্যাংকার মোশতাক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও প্রাবন্ধিক মো. আব্দুল বাছিত।


সম্মানিত আলোচকের বক্তব্যে লেখক ও ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস বলেন, সিলেট অঞ্চলে পর্যটন শিল্প একটি সুদূর সম্ভাবনা নিয়ে হাতছানি দিয়ে ডাকছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সিলেট অঞ্চল অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে। এজন্য দরকার একটি সুষ্টু পরিকল্পনা।


ব্যাংকার ও সমাজচিন্তক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন বলেন, সিলেটের পর্যটন শিল্প একটি সৌন্দর্যময় পরিবেশে অবগাহনের অবারিত সুযোগ করে দিচ্ছে। এ সুযোগ কাজে লাগালে সৌন্দর্যপিপাসু মানুষ সিলেটকেই তাদের প্রাণবন্ততার কেন্দ্র হিসেবে বেছে নেবে। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পর্যটনকে ব্যবহারে অর্থনৈতিকভাবেও সক্ষমতা আনয়ন সম্ভব।


লেখক ও ব্যাংকার মোশতাক চৌধুরী বলেন, পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এবং এর প্রকাশ ঘটানো সময়ের অনিবার্য দাবী। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এ পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। আমি মনে করি, পর্যটন শিল্পের প্রতি আরো বেশি দৃষ্টি দেওয়া দরকার। বিশেষ করে, সিলেট অঞ্চলের পর্যটন শিল্পকে উন্নত করতে সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ ও ভূমিকা কামনা করছি।


সভাপতির বক্তব্যে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, সিলেট অঞ্চলের পর্যটন শিল্প একটি সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের অংশ। এগুলোকে শুধু রক্ষা করলেই হবে না, বরং এগুলো থেকে আউটপুট সৃষ্টি করে দেশকে উন্নত করতেও যথাযথ ভূমিকা নেওয়া কর্তব্য। এতে অনেক প্রবাসীও যুক্ত হবেন এবং এর মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রেও একটি বিপ্লব সৃষ্টি করা সম্ভব।


(বিজ্ঞপ্তি)

বাংলাদেশ সময়: ১২:০৬:০৯   ৫৭৮ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ