প্রফেসর নেছার ইউ আহমেদ এর কবিতা ‘ পালাবদল ‘

Home Page » সাহিত্য » প্রফেসর নেছার ইউ আহমেদ এর কবিতা ‘ পালাবদল ‘
রবিবার, ১০ অক্টোবর ২০২১



পালাবদল -

আমাদের গ্রামের বাড়িটা এখন শূন্য,
ভাইবোনেরা দেশে বিদেশে বিচ্ছিন্ন।
আমার মায়ের উষ্মা আর অভিমানে,
এ লেখার ভাবনাটা আসে মোর মনে ।

সব কিছুই পুরো হবার পরে,
আবারও বুঝি শুন‍্যতায় ভরে।

উত্তরমেরু এক সময়ে পূর্ণ ছিল
আকাশ ছোঁয়া বরফের পাহাড়,
গ্লোবাল ওয়ার্মিং এর বলে
বরফ গলে হবে শূন্যতায় একাকার।
রং বেরঙ্গের ফুলে ভরা ছিলো যে বাগান,
আগাছায় ভরে গেছে এখন সেই গুলিস্তান।

এক সময়ের শূন্য জীবন ছিল যার,
দিনে দিনে বেড়ে পূর্ণ হলো সংসার।
হৈচৈ এর মেলায় মেতে উঠতো যে ঘর,
সেই ঘর হয়ে যায় আবার শূন্য বালুচর।

দিন যায় একে একে প্রিয়জন চলে যায় দূরে,
আকাশের তারা যেন ধূমকেতু হয়ে যায় ঝরে।
আশা ভালোবাসায় প্রাচুর্যে যে হৃদয় ভরে,
সেই হৃদয়ে এখন নিরাশা আনাগোনা করে।

শুন্যতায় আবার ভরে যায় মায়ের ক্লান্ত মন,
একাকীর আহবানে হৃদয়ে শঙ্কার বিচরণ।
সবাই চলে যাবে, চলে যায়, এ যে বিধির বিধান,
মেনে নিতে হয় মা, যতই থাকে আক্ষেপ আর অভিমান।

প্রফেসর নেছার ইউ আহমেদ

বাংলাদেশ সময়: ১:৫২:২৭   ৮০১ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ