ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, স্বাস্থ্য ঝুকির আশংকা !!

Home Page » জাতীয় » ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, স্বাস্থ্য ঝুকির আশংকা !!
শুক্রবার, ১ অক্টোবর ২০২১



ঢাবির ভর্তি পরীক্ষা

বঙ্গনিউজঃ  বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা ১১টায় শুরু হলেও খুব সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে আসা শুরু করে পরীক্ষার্থীরা।

এ সময় পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদেরও আসতে দেখা যায় ব্যাপক হারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও তা মানতে দেখা যায়নি বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবককে। মাস্ক ছাড়া ঘোরাঘুরি করতে দেখা গেছে অভিভাবকদের। কোনো কারণ ছাড়াই কলাভবনের গেট, কেন্দ্রীয় মসজিদ, টিএসসি এলাকা, মলচত্বর ও কার্জন হল এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জটলা করতে দেখা গেছে।

এ নিয়ে অভিভাবকরাই একজন আরেকজনকে দোষারোপ করে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। মানিকগঞ্জ থেকে আসা শিক্ষার্থীর বাবা জহিরুল ইসলাম চৌধুরী বলেন, এখানে কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। যার কারণে আমরা ঝুকির মধ্যে পড়ে যাচ্ছি। মহামারীর এই সময়ে এভাবে বাচ্চাদের পরীক্ষা দিতে নিয়ে এসে তাদেরকেও ঝুঁকিতে ফেলেছি, আমরাও ঝুঁকিতে পড়ে গেছি। বিষয়টি সত্যিই দুঃখজনক।

পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্কে কাজ করা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রব নাসিম বলেন, আমরা সবাইকে অনেকভাবে সচেতন করার চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মানার জন্য অনেকভাবে প্রচারণা করছি। কিন্তু অনেকেই শুনছে, আবার অনেকেই শুনছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সবাই স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে।

সূত্রঃ নয়াদিগন্ত

বাংলাদেশ সময়: ১৩:০০:৩১   ৭০৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ