ভাঙ্গায় অভিযোগ ও মামলা করেও ভীতিতে রয়েছে অসহায় এক পরিবার

Home Page » বিবিধ » ভাঙ্গায় অভিযোগ ও মামলা করেও ভীতিতে রয়েছে অসহায় এক পরিবার
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১



ভুলু শেখের মাথায় সেলাইয়ের চিহ্ন
স্থানীয় প্রতিনিধিঃ   ফরিদপুরের ভাঙ্গায় চাচাত ভাই গিয়াস শেখের বিরুদ্ধে বারংবার থানায় অভিযোগ ও মামলা করেও উপায়ন্তর না পেয়ে ভয়ের মধ্যে সময় পার করছেন অসহায় ভুলু শেখের পরিবার। উপজেলার চুমুরদী ইউনিয়নের খালপাড় সদরদী এলাকার ভুক্তভোগীর অভিযোগ আসামী আদালত থেকে জামিন নিয়ে আসার পরে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে পুনরায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গিয়াস শেখ একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও বিক্রয় করে আসছেন। বেশ কয়েক বছর পূর্বে মাদক সরবরাহের সময় ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পাশাপাশি বাড়ি থাকায় চাচাত ভাই ভুলুর ছোট ছেলেকে দিয়ে ক্রেতাদের কাছে মাদক সরবরাহ করতেন গিয়াস। বিষয়টি ভুলু জানতে পেরে তার ছেলেকে দিয়ে সরবরাহের কাজ পরবর্তীতে না করানোর জন্য গিয়াসকে নিষেধ করেন। ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজতে থাকেন গিয়াস। গত ২২শে এপ্রিল ভুলু শেখ পাট ক্ষেতে নিড়ানি দিচ্ছেলেন। বিদ্যুতের মিটার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এ সময় লাঠিসোঠা, কাচি প্রভৃতি দিয়ে ভুলুকে এলোপাথাড়ী মারধর ও মাথায় কোপ দেন গিয়াস শেখ, কাশেম মাতুব্বর ও পারভিন বেগম। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ভুলুর স্ত্রী লাভলী বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল মোমিন মামলার চার্জশিট পাঠান আদালতে। আদালত থেকে জামিনে এসে ভুলুর গাছের ডাল কেটে মামলা তুলে নেয়ার হুমকি দেন গিয়াস। হুমকি দেয়ায় পুনরায় থানায় অভিযোগ করেন ভুলু। ঘটনার তদন্তে যান থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেন এসআই।
ভুলু শেখ কান্নাবিজড়িত কন্ঠে বলেন, মাদক নিয়া কথা কইছি গিয়াস আমারে মারছে, আল্লাহ হায়াত দিছে তাই বাচ্ছি। হাসপাতালের রিপোর্ট দিছে মাথার আঘাত স্বাভাবিক। আঘাতের জন্য ভারী কাজ করবার পারি না। কোর্ট যদি তারে জামিন দেয় তাইলে আমি কি করবো? আমি গরিব মানুষ আমার টাকা নাই বিচারও নাই। তিনি আরও বলেন, সামনে মামলার তারিক, যদি জামিন নিয়া আইসা আমারে মাইরা ফেলায়, আমার বাচ্চাগো কি হবে?

বাংলাদেশ সময়: ১৯:৪১:০০   ৪৭৩ বার পঠিত   #  #  #




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ