জাবিতে নানা আয়োজনে ইচ্ছা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Home Page » শিক্ষাঙ্গন » জাবিতে নানা আয়োজনে ইচ্ছা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১



ইচ্ছা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জাবি প্রতিনিধি, বঙ্গনিউজঃ       জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA /ইচ্ছা এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ (২০ সেপ্টেম্বর ২০২১) বিকালে টিএসসিতে কেক কাটা,বৃক্ষরোপণ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে ইচ্ছা’র সদস্যরা ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

অনুষ্ঠানে ইচ্ছা’র সম্মানিত উপদেষ্টা এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ আলমগীর কবির বলেন, “প্রতিষ্ঠালগ্ন সময় থেকেই ইচ্ছা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে চলেছে। এছাড়া করোনাকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধা ,ক্যাম্পাস বাজেট,করোনা,ডেঙ্গু সহ নানারকম বিষয়ে ধারাবাহিক ভাবে নানা আয়োজন করে। এছাড়াও সমাজকল্যাণ মূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে ইচ্ছা। শিক্ষার্থীদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকুক, ইচ্ছা’র জন্য শুভকামনা রইলো।”

ইচ্ছা’র সম্মানিত উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাসিমা হামিদ বলেন,
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতিপয় অগ্রগামী শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র তৃতীয় বর্ষ পূর্তিতে এর সাথে সম্পৃক্ত সকল উপদেষ্টা, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থীকে প্রকৃত মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে ওঠার জন্য নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক এবং জনকল্যাণমুখী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এই উদ্দেশ্যকে ধারণ করে গড়ে ওঠা সংগঠন’ ইচ্ছা ‘ গত তিন ‘বছরে বহুমুখী কার্যক্রম যেমন- ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচী, নারী দিবস উদযাপন, বন্যা দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ, করোনাকালীন আর্থিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পালন করেছে যা অত্যন্ত প্রশংসনীয় এবং আশাব্যঞ্জক। যে সকল শিক্ষার্থী সরাসরি এ কর্মসূচি গুলোর সাথে সম্পৃক্ত থেকে এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে তৃতীয় বর্ষ পূর্তিতে আশা রাখছি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আগামী দিনগুলোতে এই সংগঠনটি আরো এগিয়ে যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে এবং সর্বোপরি দেশের কল্যাণে।”

এসময় ইচ্ছা’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ (মাস্টার্স, জাবি-৪৫)বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে ইচ্ছা প্রতিষ্ঠা করেছিলাম।গত তিন বছর ধরে ধারাবাহিক ভাবে আমরা মানুষের জন্য কাজ করে চলেছি।এই তিন বছরের পথ চলায় বিভিন্ন সময়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের বিশ্বাস, ভালবাসা,সহযোগিতায় ইচ্ছা বহুদূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি।”

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মতিউর রহমান আপেল (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন,
“প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ইচ্ছা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিনামূল্যে মোবাইল ব্যাগ রাখা,ক্যাম্পাসের সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করা, প্রাকৃতিক দূর্যোগ এ ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা সহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সভা সেমিনার এর আয়োজন করেছে। ইচ্ছা সংগঠন এ ধরনের কার্যক্রম যাতে চলমান রাখতে পারে ইচ্ছার প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কামনা করছি। ”

ইচ্ছা’র সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, “শুরু থেকেই ইচ্ছা বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে নিয়োজিত রয়েছে। এ কাজে যারা সহযোগিতা করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ ইচ্ছা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী । অনেক অনেক শুভ কামনা রইলো প্রিয় সংগঠন ইচ্ছা’র জন্য।”

সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর (ইংরেজি ৪৭ ব্যাচ) বলেন, “আজ ইচ্ছা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম থেকে ইচ্ছা’র বিভিন্ন কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।। ইচ্ছা এগিয়ে যাক বহুদূর।।”

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
ফারহানা মৌ সহ সভাপতি (ইতিহাস ৪৫), শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ তারেক (CSE-৪৫), মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক (চারুকলা ৪৭), রিফাত সহ-সাংগঠনিক সম্পাদক (চারুকলা ৪৭), ফয়সাল সদস্য (৪৯ ব্যাচ), আল-আমীন সদস্য (৪৯ ব্যাচ)।।

উল্লেখ্য, ইচ্ছা ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষা ও সমাজকল্যাণ কাজে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত হয়েছে সংগঠনটি। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ইদ সামগ্রী, শীতবস্ত্র, করোনাকালে খাদ্য ও অর্থ সহযোগীতা, ইফতার সামগ্রী, ফ্রি এডমিশন কোচিং, রমজান মাসে ফ্রি কোরআন শিক্ষা সহ নানা রকম সমাজসেবামূলক কাজে ইচ্ছা সংগঠন নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৩   ৫৬৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ