আজ কবি দিলু রোকিবার জন্মদিন

Home Page » Wishing » আজ কবি দিলু রোকিবার জন্মদিন
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১



শুভ জন্মদিন কবি দিলু রোকিবা

বঙ্গনিউজঃ আজ ৬ই সেপ্টেম্বর, বাংলাদেশের জনপ্রিয় কবি, লেখক , সংগঠক এবং  মুক্তিযোদ্ধা    দিলু রোকিবার শুভ জন্মদিন। বিভিন্ন লেখক এবং সাংস্কৃতিক সংগঠন থেকে কবিকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন । বঙ্গনিউজের সাহিত্যবিভাগ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বঙ্গনিউজের  সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান জয় কবিকে ফোনে শুভেচ্ছা জানান। কবি জন্মদিনে সবার  কাছে দোয়া চেয়েছেন , তিনি যেন এভাবে লিখে যেতে পারেন আমৃত্যূ । সবার প্রতি তিনি ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।  সদা হাস্যময়ী এই মমতায়পূর্ন লেখকের সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করা হলোঃ

কবি দিলু রোকিবার জীবনী 

নিজ জেলাঃ টাঙ্গাইল, থানা দেলদুয়ার,
বর্তমান স্থায়ী ঠিকানাঃ মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ
স্কুল& কলেজ করটিয়া, কুমুদিনী কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স সহ মাস্টার্স, বি, এড , এম, এড,
কর্মস্থলঃ মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষক, প্রশ্নপত্র প্রণয়ন কারী।

লেখা লেখির হাতে খড়িঃ ছোট বেলা থেকেই পারিবারিক সূত্রে বড়ো ভাই কবি, ছড়াকার, সাহিত্য সম্পাদক, আবু হাসানের হাতে।
স্কুল , কলেজের স্বাধীনতা উত্তর কলেজ দেয়াল পত্রিকা, লিটল ম্যাগাজিন, সম্পাদনা।
পরবর্তীতে লেখা পড়া অবস্থায় তাঁর স্বামী ( বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট জনাব শামসুল আনোয়ার মানিকের অকৃত্রিম সহযোগিতা আর উৎসাহ, প্রেরণাতেই এই জগতে প্রবেশের পথ উন্মোচন হয় দীর্ঘ দিন শিক্ষকতা পেশার পাশাপাশি স্বামী স্ত্রী মিলে বেতার ও টিভিতে এই কাব্য সাহিত্য অঙ্গনে এর চর্চা আরো শানিত হয়।)

এ যাবত দৈনিক পত্রিকা দেশ — বিদেশে অসংখ্য লেখা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, অফটপিকস, কবিতা, বিশেষ দিনের ফিচার অদ্যাবধি প্রকাশ আর তার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে।
তিনি মঞ্চ, গান, অভিনয়, বিতর্ক, ও একজন সফল বাচিক শিল্পীও বটে
পুরস্কারঃ
এ যাবত বহু পুরস্কার পদক প্রাপ্ত।
তাঁর মধ্যে বিরল সম্মান অর্জন শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মহাত্মা গান্ধীর পুরস্কার প্রাপ্ত। তিনি এ যাবত বহুমাত্রিক লেখক, কবি , ও সংগঠক হিসেবে সম্মাননা ও পদক পেয়েছেন।

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে সাত বার পুরস্কার প্রাপ্ত।
তিনি একজন সমাজ সেবকও।
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ।
আর সুইডের( রমনা শাখার) জাতীয় কাউন্সিলার।
তিনি নিরাপদ সড়ক চাই এর একজন সক্রিয় সদস্য।
তিনি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা আকাশের ( সহ প্রকাশনা সম্পাদক)

এর মধ্যে যৌথ কাব্য গ্রন্থ একাধিক- যেমনঃ ”স্বপ্নের সাতকাহন নাসরিন আক্তার মৌসুমীর সম্পাদনায় ”এক/ দুই/ আন্তর্জাতিক কবি পরিষদ,(কুয়েত )
ভারত থেকে ” লতিফা কলস- ডঃ অনুপ দত্তের সম্পাদনায়/কাব্য কণিকা ” “একফোঁটা “ডঃ আমিনুল হকের সম্পাদনায়/ — সাহিত্য পিদিম থেকে নাসরিন আক্তার মৌসুমীর সম্পাদনায় ( পিদিম যৌথ কাব্য গ্রন্থ)
একুশে বই মেলায় জাকপ থেকে প্রথম যৌথ কাব্য গ্রন্থ কবি টিপু রহমানের সম্পাদনায় ( পয়মন্ত প্রথমা)

তাঁর কাছে কবিতা হচ্ছে শুদ্ধতায় জীয়ন কাঠি আর কবির জীবনের আরাধ্য।

তিনি মনে করেন, কবি কবিতার আগে সুন্দর মননশীল, রুচিশীল হৃদয়ের সৎ ও আদর্শের মানুষ হতে হবে।
সবশেষে তিনি একজন আল্লাহ ভক্ত , আর সদাহাস্যময়ী প্রানবন্ত দিলখোলা সাদা ও আলোকিত নারী ।
তিনি একাত্তরে একজন মুক্তিযোদ্ধাও ছিলেন।

বর্তমানে জাতীয় কবি পরিষদের লেখিকা পরিষদের প্রধান উপদেষ্টা ও নির্বাহী কমিটির উপদেষ্টা ও পরামর্শক।

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৭   ৭৫৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

Wishing’র আরও খবর


Alex Righetto, a fine arts painter; He Himself
মধ্যনগর উপজেলাবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন
সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
বঙ্গবন্ধুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা - আলমগীর খসরু
লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শুভ জন্মদিন আজ
আজ মেজর সুমন তালুকদারের জন্মদিন
শুভ বড়দিন
আমেরিকা থেকে অনুপ্রেরনার সত্য জীবন গল্প শোনালেন বাংলাদেশের গর্বিত সন্তান আমেরিকান নাগরিক বিশ্বসেরা পরিসংখ্যান বিজ্ঞানী প্রফেসর ড. মীর মাসুম আলী
তরুণ প্রজন্মের অহংকার ‘শেখ হাসিনার’ ৭৫তম জন্মদিন আজ
বাউল শাহ আব্দুল করিমের মৃত্যু বার্ষিকী আজ

আর্কাইভ