সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন

Home Page » সারাদেশ » সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১



---

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রয়াত সাইদুল ইসলাম খান পলের স্মরণে ঢাকা কলেজে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ঢাকা কলেজের জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুল-উল আলম হানিফ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের সহ-সভাপতি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগের সংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, বাংলাদের ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে প্রয়াত সাইদুল ইসলাম খান পলসহ ঢাকা কলেজের সাবেক নেতৃবৃন্দ, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী শহীদ শেখ কামাল, শেখ জামালসহ ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়৷

সাইদুল ইসলাম খান পল স্মৃতি সংরক্ষণে ঢাকা কলেজ ছাত্রলীগের যে কোন উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে লেখক ভট্টাচার্য বলেন, স্বৈরাচারী শাসনামলে শিক্ষাঙ্গনে যে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়েছিল সেসব বন্ধে যে সকল নেতৃবৃন্দ জীবনের মায়া ত্যাগ করে সামনে এগিয়ে গিয়েছিলেন সাইদুল ইসলাম খান পল তাঁদের মধ্যে অন্যতম। তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন। তাঁর এই অকাল চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, সাইদুল ইসলাম খান পল গত আগস্ট মাসের ২৩ তারিখ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন৷ তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৮   ৪২০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ