সেমিতে গেইল-সাকিব লড়াই

Home Page » খেলা » সেমিতে গেইল-সাকিব লড়াই
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩



sakib.jpgবঙ্গ-নিউজ ডটকম:ক্রিস গেইলের চৌকস নৈপুণ্যে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিয়ে গ্রুপপর্ব শেষ করলো জ্যামাইকা তালাওয়াহস। রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)-এ গ্রুপ পর্বের শেষ ম্যাচে এতে ত্রিনিদাদ ও টোবাগোকে জ্যামাইকা হারায় তিন উইকেটে। সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয় তালাওয়াহ তারকাদের। সেমিফাইনালে ক্রিস গেইলের জ্যামাইকার লড়াই বাংলাদেশ তারকা সাকিব আল হাসানের দল বারবাডোস ট্রাইডেন্টসের সঙ্গে। আসরে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচটি আগামী ২৩শে আগস্ট। আগের দিন প্রথম সেমিফাইনালে মাঠে নামবে গায়ানা অ্যামাজন-ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিল। শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে ১৩৩ রানে থামে ত্রিনিদাদ টোবাগোর ইনিংস। ইনিংসে ত্রিশোর্ধ রান পাননি একজনও। বল হাতে ক্রিস গেইল ২৪ রানে পান দুই উইকেট। জবাবে ইনিংসের সূচনাতেই জ্যামাইকার জন্য ম্যাচ সহজ করে দেন তারকা ওপেনার ক্রিস গেইলই। ২৫ বলে ৫১ রানের ব্যক্তিগত ইনিংসে গেইল হাঁকান ৫টি ছক্কা। ৬ দলের এবারের ক্যারিবীয় টি-টোয়েন্টি আসরে গ্রুপপর্ব শেষে ব্যক্তিগত রান সংগ্রহে এগিয়ে সেন্ট লুসিয়া ওপেনার আন্দ্রে ফ্লেচার। বাংলাদেশ তারকা তামিম ইকবালের এ সিপিএল সতীর্থর ৭ ইনিংসে মোট রান ২৩৮। তালিকায় ২২৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে বারবাডোসের  পাকিস্তানি তারকা শোয়েব মালিক। ৭ ইনিংসে এক অর্ধশতকে ১৬২ রান নিয়ে আট নম্বরে নাম তামিম ইকবালের। সিপিএল গ্রুপ পর্ব শেষে উইকেট শিকারে তালিকায় দ্বিতীয় শীর্ষে নাম রেখেছেন সাকিব আল হাসান। ৭ ম্যাচে সাকিবের শিকার ১১ উইকেট। ১৪ উইকেট নিয়ে এতে এক নম্বরে গায়ানা অ্যামাজনের ক্যারিবীয় বাঁ-হাতি মিডিয়াম পেসার ক্রিশমার সানটোকি। গ্রুপপর্বের ২১ ম্যাচ শেষে বল হাতে একক নৈপুণ্যে সেরা পরিসংখ্যানটি বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানের। ব্রিজটাউনে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ম্যাচে ৬ রানে ৬ উইকেট নেন সাকিব। সিপিএল সেমিফাইনাল  গায়ানা অ্যামাজন-ত্রিনিদাদ রেড স্টিল ২২শে আগস্ট জ্যামাইকা তালাওয়াহস-বারবাডোস ট্রাইডেন্টস ২৩শে আগস্ট।

বাংলাদেশ সময়: ১০:২৮:১৩   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ