স্কুল-কলেজ খুলতে সিদ্ধান্ত দিল্লীর

Home Page » জাতীয় » স্কুল-কলেজ খুলতে সিদ্ধান্ত দিল্লীর
সোমবার, ৩০ আগস্ট ২০২১



ফাইল ছবি-দিল্লীতে স্কুল-কলেজ

বঙ্গ-নিউজ: ভারতের রাজধানী দিল্লিতে স্কুল, কলেজ ও কোচিং সেন্টার খুলে দেওয়া হচ্ছে আগামী বুধবার, ১ সেপ্টেম্বর থেকে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানে আবারো শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এ বিষয়ে আজ সোমবার বিভিন্ন দিক-নির্দেশনা ঘোষণা করেছে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)। এর মধ্যে রয়েছে— শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টাইন রুম চালু রাখতে হবে। এ ছাড়া সামাজিক তথা শারীরিক দূরত্ব নিশ্চিত করার অংশ হিসেবে ছোট ছোট দলে ভাগ করে দুপুরের খাবার খাওয়ার ব্যবস্থা করা।

ডিডিএমএ-এর নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খুললেও লকডাউন জোনে থাকা ছাত্র ও শিক্ষকরা ক্লাসে আসতে পারবেন না। পাশাপাশি স্কুল-কলেজে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর অংশ হিসেবে একটি নির্দিষ্ট দিনে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী ক্লাসে আসতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানকগুলোকেও সেভাবেই রুটিন তৈরি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে দিল্লির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু করতে পারবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। একই নিয়ম প্রযোজ্য হবে কোচিং সেন্টারের ক্ষেত্রেও। কিন্তু সর্বশেষ ঘোষণায় ছোট ক্লাসের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিল্লিতে করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। দিল্লিতে প্রতিদিন গড়ে মাত্র ৩২ জন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে। এ ছাড়া গত রোববার টানা ৪ দিন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। যা স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্তকে আরো ত্বরান্বিত করেছে।

বাংলাদেশ সময়: ২০:৫৭:২৭   ৫৫৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ