জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজে আলোচনা সভা

Home Page » বিবিধ » জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজে আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১



 ---

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ঢাকা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল পাঁচটায় ভার্চুয়াল প্লাটফর্মে এসভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও তাঁর শিক্ষা দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে বঙ্গবন্ধুকে আরও বেশি জানতে হবে। তাই বঙ্গবন্ধুর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ‘আমার দেখা নয়াচীন’ ‘কারাগারের রোজনামচা’ বই তিনটি সমান গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুকে জানলেই তরুণ প্রজন্ম ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

তিনি আরও বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। বঙ্গবন্ধু আমাদের যে রাষ্ট্রীয় নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন আমরা ঠিক সেই বৈষম্যহীন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিচ্ছি। আমাদের বাতিঘর বঙ্গবন্ধু। তাঁর দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি। এটি শুধু শিক্ষায় ক্ষেত্রে নয় বরং প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর দেখানো পথেই আমরা এগিয়ে চলছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, জাতীয় শোক দিবস ২০২১ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইদ্রিস হাওলাদার, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড.আব্দুল কুদ্দুস শিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৬   ৩৯৩ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ