পাট উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব

Home Page » অর্থ ও বানিজ্য » পাট উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব
বুধবার, ২৫ আগস্ট ২০২১



ফাইল ছবি- সোনালী আঁশ পাট

বঙ্গ-নিউজ: সৌদি আরব সরকার বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো আবারো চালু করার মাধ্যমে পাট জাতীয় পণ্য উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। যা বাংলাদেশি পাট চাষীদের জন্য সুখবর বলেই মনে করা হচ্ছে।

জানা যায়, সচিবালয়ে আজ  দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান। এ সময় তিনি বাংলাদেশের পাট খাতে বিনিয়োগের আশা ব্যক্ত করেন। মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ, সেটা আন্তরিকভাবে বিশ্বাস করে সৌদি আরব। সে কারণেই বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী সৌদি আরব।

এ সময় বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যতম বন্ধু দেশ হলো সৌদি আরব। আমাদের বস্ত্র ও পাট খাতে সৌদি আরবের বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। পাট থেকে এখন উচ্চমানের পণ্য উৎপাদিত হচ্ছে। পাট জাতীয় পণ্য পরিবেশবান্ধব। বাংলাদেশে সেরামানের পাট চাষ হয়।

জানা যায়, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সৌদি আরবে পাটপণ্যের চাহিদা বেড়ে গেছে। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে বহুমুখী পাটপণ্য রপ্তানি করে থাকে। রপ্তানির এই তালিকায় সৌদি আরব অন্যতম দেশ।

বাংলাদেশ সময়: ২১:১৫:৫০   ৮১২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ