মোজাফফার বাবুর কবিতা ‘কফিহাউসের আবছায়ায় ‘

Home Page » সাহিত্য » মোজাফফার বাবুর কবিতা ‘কফিহাউসের আবছায়ায় ‘
রবিবার, ২২ আগস্ট ২০২১



কফিহাউসের আবছায়ায়
এক তুলতুলে নিগূঢ় সন্ধ্যায় কফি হাউজে দেখা হয়েছিল
কাঁচা হলুদের মতো আভা ছড়ানো তোমার শরীর জুড়ে ছিলো
মেজেন্ডা রংয়ের শাড়ি
দারুন মানিয়েছিলো, দিব্যি করে বলছি-
অপলক তাকিয়ে ছিলাম।
আবছায়া ঘেরা মিষ্টি মজমার পূর্ণিমার আলো গড়িয়ে
তোমাকে আরও সাজিয়ে তুলেছিল। যেনো-
গুচ্ছ গুচ্ছ শ্বেত অম্বর ভেসে যাচ্ছে দিগন্ত থেকে দিগন্তে
সে পথচলায় তর্জনী ছুটছে আগামী দিনের ভবিষ্যতে
বসন্তের ফুরফুরে হাওয়ায় কৃষ্ণচূড়ার ফাগুন আগুনে
যেনো পুড়ে যাচ্ছে প্রিয়তমা তোমার ঠোঁট
হঠাৎ গুনগুনিয়ে উঠলে, আর তোমার লাল ঠোঁট
হয়ে উঠলো সমঅধিকারের প্রজ্বলিত মশাল হয়ে
বর্ণালী স্বপ্নগুলোকে, আশা আকাঙ্খা বাস্তবতাকে
ভরিয়ে তুললো অন্য আবেগে
বেখেয়ালি মন আমার ছুটতে ছুটতে আরও পেছনে
পেছন থেকে পেছনে সেই যৌবনে, সেই কিশোরবেলায় নিয়ে গেল
যেখানে তুমি আর আমি, আমি আর তুমি…
এখন তুমি আমি অনেক দূর
ভিন্ন অর্থে দু‘জনে দুই কূল

কবি মোজাফফার বাবু

বাংলাদেশ সময়: ০:২৪:৩৮   ৮৯১ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ