একুশে আগস্ট: সরকারের সহযোগিতা ছাড়া ঘটেনি:প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » একুশে আগস্ট: সরকারের সহযোগিতা ছাড়া ঘটেনি:প্রধানমন্ত্রী
শনিবার, ২১ আগস্ট ২০২১



প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউ::প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে স্থায়ীভাবে কালো দাগ হয়ে থাকবে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা। এমন বর্বরোচিত হামলার দ্বিতীয় উদাহরণ খুঁজে বের করা মুশকিল। সেদিন আল্লাহর রহমতে আর নেতাকর্মীতের উসিলায় বেঁচে গিয়েছিলাম। সরকারের সহযোগিতা না থাকলে কোনোভাবেই এত বড় হামলার ঘটনা ঘটতে পারে না।

আজ শনিবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২০০৪ সালের ওই গ্রেনেড হামলা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

নারকীয় ওই হামলার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, গ্রেনেড হামলার পর যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের আর্তচিৎকারে আশপাশের বাতাস ভারি হয়ে উঠছিল, তখনও পুলিশ আহত মানুষগুলোর ওপর লাঠিচার্জ করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে। সিটি করপোরেশনের গাড়ি দিয়ে পানি ছিটিয়ে সেখানকার সব আলামত মুছে দেওয়া হয়েছে। সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা ছাড়া এসব সম্ভব নয়।

একুশে আগস্টের গ্রেনেড হামলা

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার লোকজন সব জানতো এবং তারা সহযোগিতা করেছে। কর্নেল রশিদ ও ডালিম তখন দেশে ছিল বলে শোনা যায়। যখন তারা জানলো- আমি মারা যাইনি তখন তারা দেশত্যাগ করেছে। ঘটনার দিন রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে চারজনকে দেশ থেকে পাঠিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২০:২০:৪৯   ৭৬৮ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ