নৌরুটে ফেরি চলাচল বন্ধ !!

Home Page » প্রথমপাতা » নৌরুটে ফেরি চলাচল বন্ধ !!
বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত ৫ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার মোট ৮ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়েছে। ফলে ফেরি পারাপারের জন্য পাটুরিয়া ঘাট এলাকায় আসা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধির কারণে বিআইডব্লিউটিসির অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করায় ট্রাক চালকদের ২-৩ দিন করে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে থাকতে হচ্ছে।আরিচা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) অফিস সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড স্রোতে স্বাভাবিকভাবে ফেরি চলাচল ব্যাহত এবং ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বুধবার রাত থেকে এই নৌরুটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।এছাড়া, স্রোতের কারণে ফেরিগুলো প্রায় দেড় কিলোমিটার ভাটিতে নিয়ে যাওয়ায় প্রায় দুই-তিন গুণ সময় লাগায় পারাপার অনেক কমে গেছে। স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি পারপার হতে সময় লাগে মাত্র ২৫ থেকে ৩০ মিনিট। কিন্ত এখন সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।গাবতলী থেকে ছেড়ে আসা বরিশালগামী গোন্ডেন লাইন বাসের চালক কামাল হোসেন জানান, সকাল সাড়ে ৭টায় গাবতলী থেকে বাস ছেড়ে সকাল ৯টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরিতে উঠতে পারেননি তিনি।সাভার থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকের চালক ফরহাদ আলী জানান, বুধবার সকালে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েন। কিন্ত আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরি পার হতে পারেনি তিনি। এরকম অনেক বাস ও ট্রাক চালকরাই ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছেন।আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পদ্মা-যমুনা নদীতে প্রচন্ড স্রোতে স্বাভাবিকভাবে ফেরি চলাচল ব্যাহত ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে গত বুধবার থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই নৌরুটের যানবাহন এ নৌরুট দিয়ে পারাপার হওয়ার কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নদীতে প্রচন্ড স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে ভিড়তে দুই-তিন গুণ সময় বেশি লাগছে। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৪৫   ১৭৪৪ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ