বার্সেলোনার গোল উৎসবে মেসির জোড়া গোল

Home Page » খেলা » বার্সেলোনার গোল উৎসবে মেসির জোড়া গোল
সোমবার, ১৯ আগস্ট ২০১৩



67320_mes.jpgবঙ্গ-নিউজ ডটকম:লিওনেল মেসি ও পেদ্রোর জোড়া গোলে লেভান্তেকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নতুন মওসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। কাতালানদের নতুন কোচ আর্জেন্টাইন জেরার্ডো ‘টাটা’ মার্টিনোর লা-লিগা অভিষেকটাও হল স্বপ্নের মতো। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে মেসির বার্সেলোনা ৭-০ গোলে হারিয়ে গুড়িয়ে দিয়েছে লেভান্তেকে। বার্সার নতুন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছাড়াই প্রথমার্ধে মাঠে নামে তারা। প্রথমার্ধে ছিলেন না কাতালানদের মধ্যমাঠের প্রণভোমরা ইনিয়েস্তা ও জর্ডি আলবা। তবে তাদের ছাড়াই প্রথমার্ধে লেভান্তেকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে বার্সা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই ৬-০ গোলে এগিয়ে যায় বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা। বার্সেলোনার খেলায় ছিল তাদের পরিচিত টিকিটাকার ছোঁয়া। তবে জেরার্ডো মার্টিনোর স্পর্শে কাতালানরা যেন আগের চেয়ে আরও আক্রমণাত্মক হয়ে গেছে। ম্যাচের প্রথম গোলটি করেন আগের মওসুমে অনুজ্জ্বল অ্যালেক্সিস সানচেজ। মাত্র তিন মিনিটের মাথায় ন্যু কাম্পের দর্শকদের মওসুমের প্রথম গোল উপহার দেন তিনি। লিওনেল মেসি গত মওসুমে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন নতুন মওসুম। সেই পরিচিত ড্রিবলিং, ছন্দময় গতি ও চোখ ধাঁধানো শট। ১২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করার পর ৪২ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধে দানি আলভেজ (২৩), পেদ্রো (২৬) ও জাভি (৪৫) একটি করে গোল করে দলকে নিয়ে যান ৬-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ‘হাফ ডজন’ গোলে এগিয়ে থেকে ব্যবধান তেমন আর বাড়াতে পারেনি মার্টিনোর শিষ্যরা। ৭৩ মিনিটে পেদ্রো বক্তিগত দ্বিতীয় গোলটি করে দলকে ৭-০ ব্যবধানের বড় জয় উপহার দেন।

বাংলাদেশ সময়: ২১:২৪:১৭   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ