আফগান সেনাবাহিনী ব্যর্থ হলো যে কারনে

Home Page » জাতীয় » আফগান সেনাবাহিনী ব্যর্থ হলো যে কারনে
বুধবার, ১৮ আগস্ট ২০২১



আফগান বাহিনী

বঙ্গ-নিউজ: কোন ধরনের প্রতিরোধ ব্যতিরেকেই তালেবানরা আফগানিস্তানের দখল নিয়ে নিল। শাসক দলের নিয়মিত বাহিনীর কাছে আধুনিক সমরাস্ত্র থাকার পরও কেন একটি অনিয়মিত বাহিনীর নিকট  ্রাএমন পরাজয় তা আলোচনার দাবী রাখে।  এক সপ্তাহের মধ্যে গোটা দেশ তালেবানের দখলে চলে যাওয়ার ব্যাপারটি সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করছেন আফগানরা। তারা মনে করেন, তালেবান গ্রুপ যেভাবে দেশটি দখলে নিয়েছে তা কেবল সিনেমাতেই সম্ভব বলে জানা ছিল। কিন্তু এখন চোখের সামনে প্রমাণিত। আল-জাজিরা।

তালেবানের এই বিজয় অভিযান ২০১৪ সালের ইরাকে আইসিসের উত্থানের কথা মনে করিয়ে দেয়। তাদের কাছেও ইরাকি সেনাবাহিনী একইভাবে আত্মসমর্পণ করেছিল।

তালেবানের এই সাফল্যের পর এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রশ্ন, ২০ বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার তাহলে যুক্তরাষ্ট্র কাদের পেছনে খরচ করেছে? এত সহজেই যদি আফগান বাহিনী তালেবানের কাছে আত্মসমর্পণ করবে, তাহলে যুক্তরাষ্ট্র ৮৩ বিলিয়ন ডলার খরচ করে তাদের কি প্রশিক্ষণ দিল? ইরাকের সেনাবাহিনীর ব্যাপারে একই প্রশ্ন উঠেছিল।

আফগান বাহিনী

বিশেষজ্ঞরা বলছেন, ইরাকি সেনাবাহিনীর ওই পরাজয় বিশ্লেষণ করলে তালেবানের বিজয় ও আফগান সেনাবাহিনীর পরাজয়ের নেপথ্য কারণ বেরিয়ে আসবে।

যদি আফগান ও ইরাক পরিস্থিতির মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। তবে মোটা দাগে তিনটি কারণ দু’দেশের সঙ্গে মিলে যায় -

এক. যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী দু’দেশের সেনাবাহিনীর ওপর ছড়ি ঘুরিয়েছে, প্রশিক্ষণের নামে নিজেদের আধিপত্য কায়েম করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক ও আফগানের সাংস্কৃতিক পার্থক্যের বিষয়টি এড়িয়ে গিয়ে তারা জোর করে সেনাবাহিনীর ওপর নানা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল।

দুই. ইরাক ও আফগানের দুর্বল সেনাবাহিনী এর আগে আইসিস কিংবা তালেবানের মতো কোনো রাষ্ট্রহীন প্রতিপক্ষের মুখোমুখি হয়নি, যারা নিজেদের জান-প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত।

তিন. কাবুল ও বাগদাদের উভয় সরকার প্রধানই ছিল দুর্বল। ইরাকের নুরে আল মালিকি এবং আফগানের আশরাফ ঘানি দু’জনই দুর্বল প্রকৃতির। তারা উভয়ই প্রশাসনিকভাবে অক্ষম ছিল।

পক্ষান্তরে দুই নেতাই যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে তাদের দুর্নীতি সেনাবাহিনীর শিকড় পর্যন্ত ছড়িয়ে দিয়েছিল। যার ফলশ্রুতিতে আইসিস ও তালেবানের উত্থান।

বাংলাদেশ সময়: ২১:০২:৩৬   ৪৫৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ