পাকিস্তান সীমান্তে টিটিপি তালেবানকে সহযোগিতা করতে প্রস্তুত

Home Page » জাতীয় » পাকিস্তান সীমান্তে টিটিপি তালেবানকে সহযোগিতা করতে প্রস্তুত
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১



সংগৃহীত ছবি -আফগানিস্তানে তালিবান যোদ্ধা

বঙ্গ-নিউজ: পাকিস্তানের তেহরিক ই তালেবান (টিটিপি) আফগানিস্তানের তালেবানের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তান সীমান্তে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০০০ টিটিপি যোদ্ধা তালেবানকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

বেইজিংবিরোধী মুসলিম যোদ্ধারাও আফগান-চায়না সীমান্তে জড়ো হচ্ছে।  জাতিসংঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ২৮তম প্রতিবেদন চলতি সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরা হয়।  সেখানে বলা হয়, তালেবান তাদের বিদেশি বন্ধু গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখছে। চায়না সীমান্তেও শত শত বেইজিংবিরোধী যোদ্ধাকে প্রস্তুত রাখা হয়েছে। টিটিপি ও তালেবানের মধ্যে এর আগে কিছু সংঘর্ষও হয়েছে, এজন্য পরে তাদের সঙ্গে সম্পর্ক স্থগিত করে দেয় তালেবান। কিন্তু এখন আবার টিটিপির সঙ্গে বন্ধুত্ব গড়ছে তালেবান। আগের চেয়ে তাদের সম্পর্ক এখন বেশি বন্ধুত্বপূর্ণ।

আরো বলা হয়েছে, আফগানের নানগড়হার প্রদেশের পূর্বাঞ্চল ও পাকিস্তান সীমান্ত ঘিরে মূলত টিটিপির অবস্থান। জাতিসংঘ টিম জানতে পেরেছে, ২০১৯ থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত সময়ে টিটিপি ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রুপের মধ্যে একটি সমঝোতা হয়। এসব গ্রুপের মধ্যে রয়েছে- শেহরিয়ার মেহসুদের গ্রুপ, জামায়াত আল আহরার, হিজবুল আহরার, আমজাদ ফারুকি গ্রুপ এবং সাবেক লস্কর ই তায়্যিবা নেতা উসমান সফিউল্লাহ গ্রুপ।

সংগৃহীত ছবি -আফগানিস্তানে তালিবান যোদ্ধা

এসব গ্রুপকে ঐক্যবদ্ধ করতে ওই সময় ভূমিকার রাখে আল কায়েদা। প্রতিবেদন বলা হয়, ২০১৮ সালের জুন মাস থেকে টিটিপির নেতৃত্ব দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ। তার সহকারী হিসেবে আছেন কারি আমজাদ। বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো টিটিপির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে সংগঠনটি শক্তিশালী হয়ে উঠেছে। তাদের ২৫০০ থেকে ৬০০০ সশস্ত্র যোদ্ধা রয়েছে। জাতিসংঘ পর্যবেক্ষকরা বলছেন, টিটিপির সদস্যরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেও এখন তারা আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবানকে সমর্থন দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:১০   ৪৬৪ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ