ভূমধ্যসাগরে ফের নৌকাডুবিতে ৫৭ জনের মৃত্যু!!

Home Page » এক্সক্লুসিভ » ভূমধ্যসাগরে ফের নৌকাডুবিতে ৫৭ জনের মৃত্যু!!
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ ইতালি পাড়ি দেওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) – এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার লিবিয়ার সমুদ্র বন্দর খুমসের কাছে একটি নৌকা ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।আইওএম মুখপাত্র সাফা এমসালি রয়টার্স জানান, এ ঘটনায় স্থানীয় জেলেদের সহযোগিতায় কোস্ট গার্ডের সদস্যরা ২০ জন নারী ও দুই জন শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি ইতালির দিকে যাচ্ছিল।আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক মাসে তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইউরোপে উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে। আর এ সময়েই বেশ কয়েকটি নৌ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।সংঘাতময় রাজনৈতিক পরিবেশ ও চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করতে থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যবাসীদের মধ্যে ইউরোপে অভিবাসনের প্রত্যাশা বাড়ছে। সাম্প্রতিক সময়ে তাই বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনাও তাই বাড়ছে।আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসন প্রত্যাশীদের পছন্দের গন্তব্য ইতালি। গত কয়েক বছরে ইতালি যাওয়ার কমে এলেও করোনাভাইরাস মহামারি শুরুর পর তা আবার বেড়েছে।গত ২২ জুলাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসী মারা গেছেন।লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকা জুয়ারা থেকে অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছিল নৌযানটি। এ নৌযানে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালির অভিবাসীরা ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০৭:৩৯   ৪৮০ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ