সরকারি চাকুরী আইন সংশোধন প্রস্তাব বাতিল

Home Page » জাতীয় » সরকারি চাকুরী আইন সংশোধন প্রস্তাব বাতিল
সোমবার, ২৬ জুলাই ২০২১



বাংলদেশ সরকারের লগো

বঙ্গ-নিউজ: জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন ২০১৮ এর বিধান সংশোধনের প্রস্তাব এনেছিল। তবে মন্ত্রিসভা তাতে অনুমোদন দেয়নি। ফলে আগের আইনটিই বহাল রয়েছে। ওই আইন অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী অবসরে যাওয়ার পর গুরুতর কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তার অবসর সুবিধা সম্পূর্ণ বা আংশিক বাতিল, স্থগিত বা প্রত্যাহার করতে পারবে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন সংশোধন সংক্রান্ত এ প্রস্তাব উত্থাপন করে। কিন্তু তাতে অনুমোদন দেয়নি কেবিনেট (মন্ত্রিসভা)।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধেনের প্রস্তাব আনা হয়েছিল। এর একটি হলো- ৫১ (৪) ধারা। যেখানে বলা হয়েছে, অবসর সুবিধাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত অথবা কোনো গুরুতর অসদাচরণে দোষী সাব্যস্ত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে তার অবসর সুবিধা সম্পূর্ণ বা আংশিক বাতিল বা স্থগিত কিংবা প্রত্যাহার করতে পারবে। তবে ক্যাবিনেট তাতে সমর্থন দেয়নি। আগেরটিই (আইন) বহাল রেখেছে ক্যাবিনেট।

ভার্চুয়াল মন্ত্রী পরিসদ সভা

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সরকারি কর্মীদের অন্য কোথাও চাকরিতে যোগ দিতে বা বিদেশ যেতে অনুমতি লাগে না। জনপ্রশাসন মন্ত্রণালয় এ ধারাটি সংশোধন করে সরকারের অনুমতি নেওয়ার বিধান যুক্তের প্রস্তাব দিয়েছিল। তবে মন্ত্রিসভা সেটাতেও অনুমোদন দেয়নি।

অবশ্য আগের আইনটিতে করণিক কিছু ভুল ছিল। সংশোধিত আইনে সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে বলেও এ সময় জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০:১৯:১৩   ৪১৪ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ