পদ্মা সেতুর ১৭তম পিলারে ফেরির ধাক্কা

Home Page » জাতীয় » পদ্মা সেতুর ১৭তম পিলারে ফেরির ধাক্কা
শুক্রবার, ২৩ জুলাই ২০২১



পদ্মা সেতুতে ফেরীর ধাক্কা

বঙ্গ-নিউজ: নির্মানাধীন পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌ পথের রো রো ফেরি শাহজালাল। এ ঘটনায় ২০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাবাজার ঘাট থেকে ফেরিটি শিমুলিয়া ঘাটে যাওয়ার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ। তিনি বলেন, পিলারে ধাক্কা লাগার পর দ্রুত ফেরিটির নিয়ন্ত্রণে নেন চালক। এ কারণে বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় ফেরি বা পদ্মা সেতুর তেমন কোনো ক্ষতি হয়নি।

পদ্মা সেতুতে ধাক্কার পর ফেরীর অবস্থা

সেতুর পিলারে ফেরির ধাক্কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক যাত্রীর ধারণ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর কোনো ক্ষতি না হলেও ফেরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে ওই অংশটি পানির ওপর থাকায় তীরে ভিড়তে ফেরিটির তেমন কোনো সমস্যা হয়নি।

এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে চালক আব্দুল রহমান জানান, ইলেকট্রনিক সিস্টেম হঠাৎ ফেল করায় ফেরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিটি সেতুর পিলারে ধাক্কা লাগে।

এদিকে, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, ফেরির ধাক্কায় কোনো সমস্যা হয়নি সেতুর। ১০০ টনের বিশাল জাহাজ ধাক্কা মারলেও সেতুর কিছু হবে না। বিষয়টি মাথায় রেখেই সেতু নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩৭   ৫৩১ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ