তামিমদের হেরে বিদায়,সেমিতে সাকিবরা

Home Page » খেলা » তামিমদের হেরে বিদায়,সেমিতে সাকিবরা
রবিবার, ১৮ আগস্ট ২০১৩



x00037pagespeedicgsecrjl31u.jpgবঙ্গ-নিউজ ডটকম: ক্যারিবীয়ান প্রিমিয়ান লিগে (সিপিএল) একই দিনে একই ব্যবধানে হারলো বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল। লিগ পর্বে নিজেদের সপ্তম ম্যাচে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস ৬ উইকেটে জ্যামাইকা তালাওয়াসের কাছে এবং তামিমের দল সেন্ট লুসিয়া জুক্স ৬ উইকেটে হারে টোবাগো রেড স্টিলের কাছে। হেরেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো সাকিবের দল। আর এ ম্যাচ হেরে যাওয়ায় শেষ চারে যাবার আগেই বিদায় নিলো তামিমের দল। জ্যামাইকার সাবিনা পার্কে একই মাঠে খেলতে নামে সাকিব ও তামিমের দল। জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে টস হেরে প্রথম ব্যাটিং-এ নামে সাকিবের দল বার্বাডোজ। প্রথমে ব্যাটিং করার সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেনি বার্বাডোজ। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১১৩ রান তুলতে সমর্থ হয় তারা। ব্যাটিং অর্ডারে পরিবর্তন হওয়ায় এ ম্যাচে ব্যাট হাতে নামতে পারেননি সাকিব। তবে বল হাতে ঠিকই হাত ঘুড়িয়েছেন সাকিব। কিন্তু আহামরি কিছুই করতে পারেননি তিনি। তৃতীয় বোলার হিসেবে আক্রমনে এসে ৪ ওভারে ২২ রানে ১ উইকটে শিকার করেন ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার সাকিব। আর বার্বাডোজের ছুঁেড় দেয়া ১১৪ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে জ্যামাইকা। এই হারে ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে শেষ চার নিশ্চিত করে বার্বাডোজ। আর ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে সেমিতে নাম লেখায় জ্যামাইকা তালাওয়াসও। এদিকে দিনের অন্য ম্যাচে টোবাগো রেড স্টিলের বিপক্ষে টস হেরে প্রথম ব্যাটিং করার সুযোগ পায় তামিমের সেন্ট লুসিয়া। দলের হয়ে ওপেনিং-এ নেমে এ ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেননি তামিম। ৮ বলে মাত্র ৫ রান করে টোবাগোর পেসার ফিদেল এডওয়ার্ডসের বলে বোল্ড হন তামিম। তার বিদায়ের পর পরের দিকের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলে ৫ উইকেটে ৯৯ রান সংগ্রহ করে সেন্ট লুসিয়া। জবাবে ১৩ বল বাকী রেখে জয়ের তীরে তরি ভেড়ায় টোবাগো রেড স্টিল। এই জয়ে ৬ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রইল টোবাগো। সেই সাথে শেষ চারের টিকিটও পেল তারা। আর ৭ খেলায় ৪ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় নিশ্চিত করলো তামিমের সেন্ট লুসিয়া।

বাংলাদেশ সময়: ১৮:৫০:১৬   ৬৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ