ভাঙ্গায় মাসুদ রানার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মাসুদ রানার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
রবিবার, ১৮ জুলাই ২০২১



ভাঙ্গায় ইতালী প্রবাসী মাসুদ রানার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় ইতালী প্রবাসী মাসুদ রানার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহতের স্বজনেরা ছাড়াও স্থানীয় শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশগ্রহনকারীরা প্রতিবাদ সম্বলিত নানা ধরনের ব্যানার ও প্লাকার্ড বহন করে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এ সময় তারা অবিলম্বে মাসুদ রানার হত্যায় জড়িত বাচ্চু মাতুব্বর সহ আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মাসুদ রানার মা হালিমা বেগম, আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক ফকির, রুবেল শেখ, নিহতের ভাই আসাদুজ্জামান, আনোয়ার মাতুব্বর প্রমুখ। মানববন্ধনে মাসুদ রানার মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন । মানববন্ধন চলাকালে বেশ কিছুক্ষন সড়কে সকল প্রকার যানবাহন বন্ধ থাকে। এ সময় সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
গত ১৩ এপ্রিল পৌরসদরের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানা (৫০) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাচ্চু মাতুব্বরকে প্রধান আসামী করে নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে ৩৫ জনের নামে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি রহস্যজনক কারনে মামলাটি ডিবিতে স্থানান্তরিত হয়। এতে মূল আসামীরা রয়ে যায় ধরাছোয়ার বাইরে। নিহতের মা হালিমা বেগম বলেন, আমার পুত্রকে হত্যার পর আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার বুক যারা খালি করেছে সেই বাচ্চু খুনি সহ সকলের ফাঁসি চাই। আঃ রাজ্জাক ফকির বলেন, মামলাটি দীর্ঘ্যদিন যাবৎ চললেও আসামীরা রয়েছে রহস্যজনক কারনে ধরাছোয়ার বাইরে। অবিলম্বে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ রানা তার পরিবার ও স্ত্রী নিয়ে দীর্ঘ্যদিন ইতালিতেই বসবাস করতেন। এ বছর ২০ এপ্রিল ইতালি যাওয়ার কথা থাকলেও দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১০   ১১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ