বঙ্গবন্ধু সেতু ৩০ কিলোমিটার যানজট

Home Page » প্রথমপাতা » বঙ্গবন্ধু সেতু ৩০ কিলোমিটার যানজট
শনিবার, ১৭ জুলাই ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃটাঙ্গাইলের মির্জাপুরের নাটিয়াপাড়া থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ ছাড়াও সেতুর পশ্চিম প্রান্তে চার লেনের কাজ হওয়াতে একলেন দিয়ে গাড়ি চলাচল করছে। এতে যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের।শুক্রবার মধ্যরাত থেকে এই যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে যানবাহন চললেও ভোর থেকে একবোরেই আটকে রয়েছে উত্তবঙ্গগামী যানবাহন। তবে সকাল থেকেই ঢাকাগামী যানবাহন চলাচল করছে।জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে দেশে ‘লকডাউন’ শিথিল হওয়ায় বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। এতে স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে মাত্রারিক্ত পরিবহন চলাচল করায় বৃহস্পতিবার দিনগত রাত থেকে মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। শুক্রবার মধ্যরাত থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর যানজট থাকলেও ভোর থেকে ঢাকাগামী লেনে পরিবহন চলছে ধীর গতিতে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়কে চার লেনের কাজ চলমান থাকায় সেখানকার পরিবহনের চাপ টাঙ্গাইল অংশে পড়ছে।বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানান, অতিরিক্ত গাড়ির চাপের কারণে মধ্যরাত ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়।ট্রাক চালক শাকিল জানান, রাত ১০টার দিকে লাকসাম থেকে ছেড়ে এসেছেন। ভোর ৫টায় টাঙ্গাইল শহর বাইপাস ঘারিন্দায় এসে আটকা পড়েছেন। সকাল ১০টা বাজে তারপরও একটু সামনের দিকে যেতে পারেননি।মির্জাপুরের নাটিয়াপাড়া থেকে গ্লাস নিয়ে রংপুর যাচ্ছেন ট্রাকচালক মনির হোসেন। সকাল ৬টায় ঘারিন্দা এসেছেন। প্রায় ৫ ঘণ্টা বসে আছেন।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ গাড়ি চলাচল করছে। তার সঙ্গে যোগ হয়ছে গরুবাহী ট্রাক। মাঝেমধ্যেই লক্করঝক্কর গাড়ি মহাসড়কে বিকল হয়ে পড়ছে। ওইসব গাড়ি রেকার দিয়ে সরাতে সময় লাগছে। এতে করে দুইদিকে আটকে পড়ছে শত শত গাড়ি। তবে চাপ বেড়ে যাওয়ায় ধীর গতিতে পরিবহন চলাচল করছে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:২০:৫৯   ৬৩০ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ