সৌরভের স্বপ্নের টেস্ট একাদশে নেই কিংবদন্তী স্পিন ত্রয়ী বেদী, চন্দ্রশেখর, প্রসন্নর।

Home Page » খেলা » সৌরভের স্বপ্নের টেস্ট একাদশে নেই কিংবদন্তী স্পিন ত্রয়ী বেদী, চন্দ্রশেখর, প্রসন্নর।
শনিবার, ১৭ আগস্ট ২০১৩



saurav.jpgবঙ্গ-নিউজ ডটকম:সৌরভ গাঙ্গুলির স্বপ্নের ভারতীয় টেস্ট একাদশে ঠাঁই হল না ভারতের কিংবদন্তী স্পিন ত্রয়ী বেদী, চন্দ্রশেখর, প্রসন্নর। এই তিন জনের বদলে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের দলে রইলেন তাঁরই সতীর্থ অনিল কুম্বলে, হরভজন সিং। আর এক সতীর্থ ভি ভি এস লক্ষ্মণকে সৌরভ তাঁর পছন্দের দলে দ্বাদশ ব্যক্তি করে রাখলেন। তবে টেস্ট ও ওয়ানডে এই দুই ফরম্যাটেই পছন্দের একাদশে নিজেকে রাখলেন তিনি। নতুন প্রজন্মের দুই সম্ভাবনা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা প্রতিভার জেরে জায়গা করে নিলেন সৌরভের পছন্দের ওয়ানডে একাদশে। সৌরভের পছন্দের যুবরাজ সিং স্বাভাবিক ভাবেই রয়েছেন একদিনের দলে। একদিনের সেরা একাদশে নিজেকে স্বচ্ছন্দে রাখলেও টেস্টে নিজের সঙ্গে বদলি হিসাবে রেখেছেন গুড্ডাপা বিশ্বনাথের নাম। ভারতীয় দলের অধুনা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সৌরভের বাছাই করা দুই ফরম্যাটের দলেই সহজে জায়গা করে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটে ধোনির অসাধারণ অবদানের কথা স্বীকার করে নিয়েও ধোনিকে সর্বকালের সেরা অধিনায়ক মানতে চাননি মহারাজ। তাঁর মতে প্রত্যেক যুগে এক এক জন সেরা থাকেন। কোনও তুলনাতে যেতে চাননি তিনি। জাহির খানের প্রতিভা নিয়ে চিরকালই সোচ্চার ছিলেন সৌরভ। তাঁর স্বপ্নের দলে আছেন জাহিরও। কপিল দেব, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেওয়াগ, অনিল কুম্বলে, শ্রীনাথ সৌরভের পছন্দের দুই ফরম্যাটেই বিরাজমান। প্রতিভাকে কমন ফ্যাক্টর করে তাঁর পছন্দের একাদশে অভিজ্ঞতার সঙ্গে যৌবনকে মিশিয়ে দিতে চেয়েছেন সৌরভ। উল্লেখযোগ্য ভাবে এড়িয়ে গেছেন তাঁর দলের অধিনায়কের নাম। যে দলে তিন যুগের তিন সফল অধিনায়ক রয়েছেন যেখানে অধিনায়ক বেছে নেওয়াটা সত্যি কঠিন হয়ে পড়ে। মহারাজ হয়ত দেশবাসীর হাতেই ছেড়ে দিলেন তাঁর স্বপ্নের দলে অধিনায়ক কে হবেন। সৌরভের পছন্দের সেরা ওয়ানডে একাদশ- ধোনি, সচিন টেন্ডুলকার, কপিল দেব,বীরেন্দ্র সেওয়াগ, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, অনিল কুম্বলে, শ্রীনাথ, জাহির খান, রবীন্দ্র জাদেজা। দ্বাদশ ব্যক্তি- রাহুল দ্রাবিড় টেস্ট একাদশ- সচিন, সেওয়াগ, কপিল দেব, দ্রাবিড়, ধোনি, সৌরভ/গুড্ডাপা বিশ্বনাথ, সুনীল গাভসকর, কুম্বলে, শ্রীনাথ, হরভজন সিং, জাহির খান। দ্বাদশ ব্যক্তি- লক্ষ্মণ

বাংলাদেশ সময়: ২০:৫৩:১৪   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ