ভাঙ্গায় কমিটি না থাকায় মাজারের টাকা আত্মসাতের অভিযোগ

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় কমিটি না থাকায় মাজারের টাকা আত্মসাতের অভিযোগ
সোমবার, ১২ জুলাই ২০২১



ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতরাইল দিঘীরপাড়ে অবস্থিত হযরত মজলিশ আব্দুল্লা খান আউলিয়ার মাজার শরীফ (ডানে) ও মাজারের খাদেম খন্দকার ফারুক (বামে)
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-

ফরিদপুরের ভাঙ্গায় কমিটি না থাকায় মাজারে দানকৃত টাকা ও মানতের গৃহপালিত পশু-পাখি আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার পাতরাইল দিঘীরপাড়ে অবস্থিত হযরত মজলিশ আব্দুল্লা খান আউলিয়ার মাজার শরীফের খাদেম খন্দকার ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ করেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, শত শত বছরের পূরাতন এ মাজারের একক কর্তৃত্বে বর্তমানে খাদেম রয়েছেন খন্দকার ফারুক। এর আগে তার পূর্ব পুরুষেরা খাদেম হিসেবে দায়ীত্ব পালন করতেন। মাজারের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী আউলিয়া মসজিদের কমিটি রয়েছে। কিন্তু,মাজারের কমিটি না থাকায় এখানে যারা দান ও মানত করেন, সেগুলো আত্মসাৎ করেন খাদেম খন্দকার ফারুক।
এলাকাবাসী আরও জানান, ঐতিহ্যবাহী আউলিয়া মসজিদ বর্তমানে সরকারের প্রত্নতত্ব বিভাগের আওতায় থাকলেও মাজার এখন পর্যন্ত অদৃশ্য কারণে প্রত্নতত্ব বিভাগের আওতায় নেয়া হয়নি।
এ বিষয়ে মাজার শরীফের খাদেম খন্দকার ফারুক বলেন, পূর্ব পুরুষ থেকে এ মাজারে খেদমতের দায়ীত্ব পালন করে আসছে আমাদের পরিবার। বর্তমানে আমি রয়েছি। তিনি আরও বলেন, মাজারে দানকৃত টাকা দিয়ে প্রতি মাসে এখানে তবারক রান্না করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৫৯   ৬৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ