পরবর্তী কর্মসূচী ঠিক করতে রাতে বসছেন খালেদা

Home Page » প্রথমপাতা » পরবর্তী কর্মসূচী ঠিক করতে রাতে বসছেন খালেদা
শনিবার, ১৭ আগস্ট ২০১৩



bnp-standing-com-ed.jpgবঙ্গ-নিউজ ডটকম:নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হবে।

রাত সাড়ে ৮টায় বৈঠকটি শুরু হবে বলে খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

দলের নীতি নির্ধারকদের মতামত শুনে পরদিন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা।

নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা রয়েছে বিরোধী দলের। তার কর্মসূচি ঘোষণার আগে এই দুটি বৈঠক করছেন খালেদা।

বিএনপি নির্দলীয় সরকার ব্যবস্থা চাইলেও অনির্বাচিত কারো কাছে ক্ষমতা হস্তান্তরে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপির দাবি, সংবিধান সংশোধন করে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।

আগামী অক্টোবর মাসে নবম সংসদের সমাপণী ঘটার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে।

বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে সরকারি দলের নেতারা আহ্বান জানিয়ে আসছেন।

তবে বিরোধী দল বলছে, তারা কোনো প্রস্তাব দেবে না। নিরঙ্কুশ সংখ্যাগিরিষ্ঠতা থাকা আওয়ামী লীগকেই উদ্যোগ নিয়ে সংসদে বিল তুলে তা পাস করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, সংসদের মেয়াদ শেষের আগেই সরকার যদি বিল উপস্থাপনের উদ্যোগ না নেয়, তাহলে তাদের আন্দোলন ছাড়া বিকল্প থাকবে না।

“আমাদের বক্তব্য স্পষ্ট- আগামী নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হতে পারবে না,” হুঁশিয়ারি দিয়ে আসছেন তিনি।

‘আন্দোলন করে কোনো ফল আসবে না’- সরকারি দলের নেতাদের এই বক্তব্যে রাজনৈতিক মহলে অস্থিরতার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আর তা হলে তার দায় সরকারকেই নিতে হবে- বলছেন বিরোধী নেতারা। অন্যদিকে সরকারি দলের নেতারা বিরোধী দলের উদ্দেশে বলছেন, এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি করা না হয়, যাতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:০০   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ