লকডাউনের মেয়াদ আরো বাড়ানোর ইঙ্গিত

Home Page » জাতীয় » লকডাউনের মেয়াদ আরো বাড়ানোর ইঙ্গিত
রবিবার, ৪ জুলাই ২০২১



চলমান লকডাউন

বঙ্গ-নিউজ:  চলমান অবস্থা পর্যবেক্ষণ করে লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ রোববার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন ইঙ্গিত পাওয়া গেছে। তারা বলছেন, সংক্রমণের লাগাম টানতে আরো এক সপ্তাহ বাড়তে পারে লকডাউনের মেয়াদ।দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে চলছে সর্বাত্মক লকডাউন বা বিধিনিষেধ। আগামী ৭ জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে। কিন্তু গত কয়েক দিন ধরে লকডাউনের বিধিনিষেধ চললেও সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং আজ রোববার (৪ জুলাই) দেশে মৃত্যুর রেকর্ড (১৫৩ জন) হয়েছে।

চলতি কঠোর লকডান

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখনো প্রতিদিন এক শ’র বেশি মৃত্যু হচ্ছে। এ অবস্থায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরেক দফা (এক সপ্তাহ) বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তারিকুল ইসলাম মানুষের জীবন রক্ষায় বিধিনিষেধের মেয়াদ অন্তত আরো এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

গতকাল একটি টেলিভিশন চ্যানেলের টকশো-তে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দিয়ে বলেন, এবারের ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) অত্যন্ত ভয়ানক। তাই এবারের পরিস্থিতিও আগের চেয়ে ভয়ানক। এর আগে যারা ভেবেছিলেন যে, শুধু বড়লোকদের করোনা সংক্রমিত করে, তারাও এবার বুঝতে পারছেন যে, এটি কাউকেই ছাড়ে না। ডেল্টা ভ্যারিয়েন্ট গ্রাম-শহর সব জায়গায় দ্রুত ছড়ায়। তাই এই ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতে হলে চলমান বিধিনিষেধ আরো ৭ দিন বাড়াতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বলছেন, দেশে যেভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে বিধিনিষেধ বাড়ানো ছাড়া সরকারের কাছে বিকল্প কোনো উপায় নেই।

করোনা ভাইরাস মৃত্যুর মিছিল

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। গত ২৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিকভাবে ৭ দিনের লকডাউন দেওয়া হচ্ছে। তবে অবস্থা ও পরিবেশ অনুযায়ী সেটা বাড়ানো হতে পারে।

এ ছাড়া গত ২৪ জুন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, করোনার সংক্রমণ রোধে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করেছে কমিটি। তবে পরে ৭ দিনের সর্বাত্মক লকডাউন দেয় সরকার।

বাংলাদেশ সময়: ২১:০৬:০৬   ৮৬৭ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ