ক-রো-না আক্রান্ত মায়ের আকুতি -রাধাবল্লভ রায়

Home Page » সাহিত্য » ক-রো-না আক্রান্ত মায়ের আকুতি -রাধাবল্লভ রায়
রবিবার, ৪ জুলাই ২০২১



প্রতীকি ছবি-ডেল্টা ভাইরাস

খোকন সোনা -খোকন সোনা
ওরে বুকের ধন
আর বুঝি বাঁচিনা বাবা
বলছে আমার মন।

##

দুরে থেকো ওরে বাবা

কাছে এসোনা
আক্রমণ করেছে আমায়
ভাইরাস ক-রো-না।

##

তুই যে আমার বুকের ধন
দুই নয়নের মনি
কেমনে তুই থাকবি বাবা
কাঁদে পরাণখানি।

##

উহ্ - প্রানটা আমার যায় বুঝি

আহ্ - অসহ্য যন্ত্রণা
প্রাণটা আমার কেড়ে নিচ্ছে
রাক্ষসী ক-রো-না।
##

মরণকালে বলছি আমি

ও ভাই দেশবাসীগন
প্রতিহত করুন সবাই
ক-রো-না সংক্রমণ।
##

স্বাস্থ্যবিধি মেনে চলুন

করি নিবেদন
সইতে আর পারছি না
যায় বুঝি প্রাণ।
##

মুখে সবাই মাস্ক পরুন

ধোই সাবান- জলে হাত
মিটার তিনেক দুরে থাকুন
বলছি করি জোড়হাত।
##

ওরে বাবা - ওরে বাবা
দম যে বন্ধ হয়ে হয়
আমার মতো ভুল যেন
আর কারও না হয়।
##

ভালো থেকো বন্ধু তোমরা
প্রান বুঝি এবার যায়
চোখে আঁধার-আর বাঁচিনা
আহ্ - দাও তবে বি- দা-য়!!!

রাধাবল্লভ রায়

বাংলাদেশ সময়: ৮:২৪:২৩   ৭০৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ