কাল থেকে আবার শুরু টিকার প্রথম ডোজের কার্যক্রম

Home Page » জাতীয় » কাল থেকে আবার শুরু টিকার প্রথম ডোজের কার্যক্রম
বুধবার, ৩০ জুন ২০২১



ফাইল ছবি-স্বাস্থ্য ভবন

বঙ্গ-নিউজ: টীকা কার্যক্রম বন্ধ রাখা ছিল বেশ কিছু দিন। টীকা না পাওয়ার কারনে বন্ধ ছিল। এই দিকে বাংলাদেশেও সংক্রমণ ও মৃত্যূ দুটিই বেড়ে গিয়েছে।  টিকা সংকটের কারণে এর আগে বন্ধ হয়ে গিয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার কার্যক্রম। তবে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আবারো সারাদেশে শুরু হচ্ছে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম।

জানা গেছে, দ্বিতীয় দফায় চীনের সিনোফার্মের টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। দেশের মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালসহ অন্যান্য টিকাদান কেন্দ্রগুলোতে এই কার্যক্রম চলবে। অন্যদিকে, রাজধানীর ৭টি কেন্দ্র থেকে দেওয়া হবে ফাইজারের টিকা। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে আজ বুধবার এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির লাইন ডিরেক্টর ও কর্মসূচি পরিচালক ডা. শামসুল হক। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে সিনোফার্মের টিকা কার্যক্রম। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।

সিনোফার্মের টীকা

ডা. শামসুল হক বলেন, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল এবং সৈয়দপুর সদর হাসপাতালসহ দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার সদর হাসপাতালগুলোতে এই কার্যক্রম চলবে। এর আগে ঢাকার ৪৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু করা হলেও এই মুহূর্তে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে পুরোদমে টিকাদান কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

শামসুল হক বলেন, অগ্রাধিকার তালিকায় যারা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একইসঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন ও অন্যান্য অগ্রাধিকার কর্মীরাও টিকা নিতে পারবেন। এছাড়াও যারা আগেই নিবন্ধন করে টিকা নিতে পারেননি তারা নিতে পারবে।

টিকা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, যারা অগ্রাধিকারের ভিত্তিতে টিকা পাওয়ার যোগ্য আজ থেকে তাদের জন্য নিবন্ধন কার্যক্রম আবার শুরু হচ্ছে। নিবন্ধন করার পর কেন্দ্র থেকে এসএমএস পাঠানো হবে, সে অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকা নেবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সঙ্গে নিয়ে যেতে হবে। এর আগে টিকা কার্যক্রম স্থগিত করার সঙ্গে নিবন্ধন প্রক্রিয়াও স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৫০   ৭৫০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ