মিশর সংকট নিয়ে ওবামার তীব্র নিন্দা

Home Page » বিশ্ব » মিশর সংকট নিয়ে ওবামার তীব্র নিন্দা
শুক্রবার, ১৬ আগস্ট ২০১৩



obama20130629013854.jpgবঙ্গ-নিউজ ডটকম:মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মিশরের সেনাবাহিনীর সঙ্গে এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ার পরিকল্পনাও বাতিল করেছেন তিনি। খবর-রয়টার্স।   ওবামা বলেন, মিশরের সঙ্গে সহযোগিতা স্বাভাবিক গতিতে চলতে পারে না। সেখানে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। ম্যাসাচুসেটসে মার্থার্স ভিনিয়ার্ড দ্বীপের অবকাশকালীন বাসভবন থেকে এক ভাষণে তিনি বলেন, মিশরের অন্তর্বর্তী সরকার ও নিরাপত্তা বাহিনী যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র তার তীব্র নিন্দা জানায়।   তিনি বলেন, আমরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারসহ মানুষের মর্যাদা রক্ষায় অপরিহার্য সার্বজনীন অধিকারকে আমরা সমর্থন করি। বেসামরিক মানুষ মারা যাওয়ার কারণে মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের চিরাচরিত সহযোগিতা আর একইরকমভাবে চলতে পারে না বলে জানান ওবামা।   মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর গুলিতে মানুষ মারা যাওয়ার কথা অস্বীকার করলেও এখন বলছে, পুলিশকে আত্মরক্ষার্থে তাজা গোলাবারুদ ব্যবহারের এখতিয়ার দেয়া হয়েছিল।   বুধবার মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে কায়রোসহ বিভিন্ন শহরে সংঘর্ষে নিহতের সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে ছয়শ ছাড়িয়েছে।   ব্যাপক প্রাণহানির প্রতিবাদে নতুন করে বিক্ষোভ ডেকেছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড। ব্রাদারহুডের বিক্ষুব্ধ সমর্থকরা ইতোমধ্যেই সরকারি ভবনগুলোতে চড়াও হতে শুরু করেছে।   মিশর পরিস্থিতি এখন বিপজ্জনক উল্লেখ করে ওবামা দেশটির অন্তর্বর্তী সরকারকে সহিংসতার পথ পরিহার করে জাতীয় সম্প্রীতি গড়ে তোলার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন। তবে মিশরের কোনো দল কিংবা রাজনৈতিক ব্যক্তির পক্ষ নিচ্ছেন না বলেও জানিয়েছেন ওবামা।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:১২   ৩৬৪ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ