সিলেটে আবারও ভূমিকম্প

Home Page » এক্সক্লুসিভ » সিলেটে আবারও ভূমিকম্প
সোমবার, ৭ জুন ২০২১



সিলেটে দুই দফা ভুমিকম্প অনুভুত

বঙ্গ-নিউজ: আবারো ভূমিকম্পে কাঁপলো সিলেট। আজ সোমবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  ডাউকি ফল্টের কারণে সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। যে কারণে প্রায়ই সিলেট অঞ্চলে ভূমিকম্প লক্ষ করা যায়। এ নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, যেকোনো সময় সিলেটে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। তাই আগাম প্রস্তুতির পরামর্শও দিয়েছেন তারা।

জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয়। এর মাত্র ১০ মিনিটের মাথায় ৬টা ২৯ মিনিটে আবারো কেঁপে উঠে সিলেট। এর আগে গত ২৯ মে পর পর চার দফা ভূমিকম্প হয় সিলেটে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র মেট্রোলজিস্ট মুমিনুল ইসলাম। তিনি জানান, শুধু সিলেট অঞ্চলেই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা কতা তা এখনো জানা যায়নি।

এর আগে গত ২৯ মে সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ড, ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ড এবং দুপুর ২টায় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এতে বেশ কয়েকটি ভবন হেলে যায়।

ওই সময় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, চারটি কম্পনেরই উৎপত্তিস্থল ছিল সিলেটের কাছাকাছি। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ১৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

বাংলাদেশ সময়: ২০:২১:৩৫   ৬০৫ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ