জাতীয় সংসদে সম্পূরক বাজেট পাস হলো

Home Page » অর্থ ও বানিজ্য » জাতীয় সংসদে সম্পূরক বাজেট পাস হলো
সোমবার, ৭ জুন ২০২১



সংগৃহীত ছবি-স্পীকার শিরীন শারমিন চৌধুরী

বঙ্গ-নিউজ: জাতীয় সংসদের বাজেট অধিবেশন গত সপ্তাহে শুরু হয়। আজ জাতীয় সংসদে পাস হয়েছে বিদায়ী ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট। সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি অর্থ খরচ করেছে তার অনুমোদন নিতেই এই বাজেট পাস হয়।  সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক আগামী ১৪ জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সোমবার নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২১ উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে গত ৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত সাধারণ বাজেট উত্থাপনের পাশাপাশি চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন।

আগামী ৩০ জুন শেষ হতে যাচ্ছে চলতি অর্থবছর। তার আগে অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এ সম্পূরক বিল আনা হয়। জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের ১১ জন সংসদ সদস্য সম্পূরক বাজেটের ওপর ১৯০টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা এবং বিএনপির হারুনুর রশীদ, মোশারফ হোসেন, রুমিন ফারহানা ও গণফেরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র রেজাউল করিম বাবলু ছাঁটাই প্রস্তাবগুলো দেন।

বাজেট অধিবেশন

করোনা মহামারির মধ্যে সরকারের আগামী এক বছরের ব্যয় নির্বাহের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছেন গত ৩ জুন। প্রস্তাবিত বাজেট ৩০ জুন পাস হওয়ার কথা।

এর আগের (২০২০-২১) অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকায় নেমে আসে।

বাংলাদেশ সময়: ২০:১২:০২   ৫৪৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ