মোজাফফার বাবু রচিত গ্রন্থ ও জীবনী

Home Page » সাহিত্য » মোজাফফার বাবু রচিত গ্রন্থ ও জীবনী
মঙ্গলবার, ২৫ মে ২০২১



মোজাফফার বাবু রচিত গ্রন্থ

মোজাফফার বাবু ১৯৮০ সালে যশোর জেলা স্কুল থেকে এসএসসি, ১৯৮৩ সালে যশোর পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইন কমার্স পাশ করেন। ১৯৮৪ সালে। জগ্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানে ভর্তি হন। তার পিতা ছিলেন একজন দ্বান্দ্বিক বস্তুবাদী, প্রগতিশীল চিন্তাধারক এক নিবেদিত প্রাণ যার নাম- ইমান আলী, মাতা সমাজকর্মী বস্তুবাদী রাজনৈতিক দর্শনের। অধিকারী মোছা. মোশারেফা খাতুন (শেফালী)। তার জন্ম স্থান যশোর খড়গী সার্কিট হাউজ পাড়ায়। বহু রাজনৈতিক লোকের পদচারনায় মুখরিত ছিল তার পৈতৃক নিবাস। কারণ তার বাবা ছিলেন প্রগতিশীল মুক্ত চিন্তার অধিকারী, জাত-পাত ও শ্রেণি বৈষম্যের উর্ধ্বে একজন মানুষ। তাদের বাসায় বহু গুণী লোকের যাতায়াত ছিল। তার মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, ইব্রাহীম খাঁ, শ্রী সুদির বাবু, ডাক্তার এমএ করিম ও শরীফ প্রফেসর প্রমুখ। বালকবেলা থেকে কবি সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করেন। বিভিন্ন দিবসে রচনায় ও নির্দেশনায় ‘একুশের ডাক, ‘স্বাধীনতা’, ‘বাংলা শহীদ মিনার” শিরোনামে নাটক মঞ্চস্ত হয়েছে। তার লেখা কবিতা, গল্প, নাটক বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পায়। সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় ‘সাপ্তাহিক অন্যধারায় সম্মানা স্মারক-২০২০ লাভ করেন ও ভিন্নমাত্রা পুরষ্কার পান। তার দুই কন্যা মাশরী মোজাফফার ও মাহীন মোজাফফার ।

লেখক মোজাফফার বাবুর ফাইল ছবি

তার প্রকাশিত বইসমূহ উপন্যাস- ‘তালুক’, গল্পগ্রন্থ- ‘উলুখাগড়াদের গল্প’, কাব্যগ্রন্থ- ‘কফি হাউজের আবছায়া এবং কুহেলিকা গল্পগ্রন্থ । বর্তমানে জাতীয় আন্তার্জাতিক পর্যায়ে সমসাময়িক ঘটনার উপর বাস্তব ঘটনার তথ্য উপাত্তসহ মানব মনের অব্যক্ত কথা পৃথক পৃথক চিত্রকল্পের মাধ্যমে মোজাফফর বাবু কুহেলিকা গল্প গ্রন্থের মাধ্যমে প্রাণবন্তভাবে গল্পগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যেমন- জীব বৈচিত্র্য, প্রান্তিক অবহেলিত কৃষক, ঘাতক করোনাভাইরাস, চেতনায় মাষ্টার ইমান আলী। সমাজে অবহেলিত, মানবিক মূল্যবোধ অবক্ষয়, করোনা ভাইরাসে অসহায়ত্ত জীবনের প্রকাশ পেয়েছে এই গল্পগ্রন্থে। ছোট ছোট বাক্যে লেখা অনেক সুন্দর গল্প আছে। এ গ্রন্থে। যেমন- অধরা টমটম গাড়ি, পাখির নিয়মতান্ত্রিক প্রতিবাদ, ডিয়াগো ম্যারাডোনা ইত্যাদি।

মোজাফফার বাবু

বাংলাদেশ সময়: ২২:১৩:২৮   ১১৮৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ