সংক্রমণের শংকায় কক্সবাজার সৈকতে লোক সমাগম নিষিদ্ধ

Home Page » জাতীয় » সংক্রমণের শংকায় কক্সবাজার সৈকতে লোক সমাগম নিষিদ্ধ
মঙ্গলবার, ২৫ মে ২০২১



ফাইল ছবি-কক্সবাজার সমুদ্র সৈকত

বঙ্গ-নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণের আশংকায় কক্সবাজার সৈকতে লোক সমাগম নিষিদ্ধ করা হয়ে। কক্সবাজার সমুদ্র সৈকতে লোক সমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে সব হোটেল ও মোটেল। কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির ভার্চুয়াল সভায় রোববার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) মো. জিললুর রহমান জানান, করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার সৈকতে পর্যটকসহ সব ধরনের লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা চলাকালে কেউ যাতে সৈকতে নামতে না পারেন, সে জন্য পুলিশের পাহারা বসানো আছে। ট্যুরিস্ট পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন। বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতীকি ছবি-কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ এ প্রসঙ্গে বলেন, কক্সবাজার এমনিতেই করোনার সংক্রমণের দিক থেকে ঝুঁকিতে আছে। এ অবস্থায় যদি সৈকতে লোক সমাগম হয়, তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি।

এই অবস্থায় আগের মতোই সব কিছু চলবে, বন্ধ থাকবে হোটেল–মোটেল। তবে শর্ত সাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে রেস্তোরাঁগুলো, বলেন অতিরিক্ত জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৩৯   ৭১১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ