জেষ্ঠ সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

Home Page » প্রথমপাতা » জেষ্ঠ সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
বুধবার, ১৯ মে ২০২১



জেষ্ঠ সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধিঃ-

প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এ মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো’র জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির তৈরী করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করার কারণে সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় আটকে রেখে তাকে শারিরীক ও মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমুলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড রফিকুজ্জামান লায়েক, ব্লাষ্ট এর সমন্বয়ক এ্যাডঃ শীপ্রা গোস্বামী, নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বাসসের জেলা প্রতিনিধি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, জেলা মহিলা পরেষদের সভাপতি অধ্যাপক শীপ্রা রায়, প্রথম আলো বন্ধু সভার সভাপতি সুজিত কুমার দাস, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজী সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৪   ৭৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ