দল হারলেও রানের দেখা পেলেন তামিম

Home Page » খেলা » দল হারলেও রানের দেখা পেলেন তামিম
রবিবার, ১১ আগস্ট ২০১৩



tamim-bg20130810235143.jpgতোহা,স্পোর্টস ডেস্ক:ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অর্ধশতকও জেতাতে পারেনি সেন্ট লুসিয়া জুকসকে।  তার দল সেন্ট লুসিয়া ৬ উইকেটে হেরেছে জ্যামাইকা তাল্লাওয়াশের কাছে।  ৫ খেলায় এটি সেন্ট লুসিয়ার চতুর্থ হার। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি। ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জ্যামাইকা, সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। ঘরের মাঠ গ্রস আইলেটের বশেজো স্টেডিয়ামে  শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার ভোরে) টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান করে সেন্ট লুসিয়া। ১৮তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৭৫ রানের ইনিংস খেলেন তামিম। টুর্নামেন্টে প্রথম অর্ধশতকের দেখা পাওয়া বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ৬২ বলের এ ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। তামিম ছাড়া স্বাগতিক দলের মাত্র দুজন ব্যাটসম্যান- ড্যারেন স্যামি (২৬) ও হার্শেল গিবস (২২) পৌঁছান দুই অঙ্কের ঘরে। জ্যামাইকার পক্ষে ভারনন ফিল্যান্ডার ৩১ রানে নেন ২ উইকেট। জবাবে ১৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। জ্যামাইকার জয়ে বড় অবদান ম্যাচ সেরা আন্দ্রে রাসেলের। মাত্র ১৯ বলে ৪টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। ৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন ফিল্যান্ডার। স্কোর:সেন্ট লুসিয়া জুকস: ১৪২/৭ (২০ ওভার) জ্যামাইকা তালাওয়াহস: ১৪৬/৪ (১৭.৩ ওভার) ফল: জ্যামাইকা তালাওয়াহস ৬ উইকেটে জয়ী

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১৪   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ