৯ দিনে প্রায় ৯২কোটি মার্কিন ডলার রেমিট্যান্স !

Home Page » অর্থ ও বানিজ্য » ৯ দিনে প্রায় ৯২কোটি মার্কিন ডলার রেমিট্যান্স !
বুধবার, ১২ মে ২০২১



ফাইল ছবি-বাংলাদেশ ব্যাংক

বঙ্গ-নিউজ: করোনায় শুধু প্রাণ হানিই ঘটছে না। অর্থনীতিও ভেঙ্গে পড়েছে। এর প্রভাব হবে সুদুর প্রসারী। তবে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে প্রায়ই রেকর্ড সৃষ্টির খবর আসছে। সেই ধারাবাহিকতায় চলতি মে মাসের প্রথম ৯ দিনেই ৯১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার কোটি টাকা। মঙ্গলবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত মাসের (এপ্রিল) প্রথম ১৫ দিনে ১.১৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স আসে। যা গত বছরের পুরো এপ্রিল মাসের (১.০৯ বিলিয়ন ডলার) চেয়েও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এপ্রিলে মোট ২০৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। টাকায় যার পরিমাণ ১৭ হাজার ৫৬৯ কোটি।

গত বছর এপ্রিলে মোট রেমিট্যান্স আসে ১০৯ কোটি ডলার। সে হিসেবে একই মাসে এবার প্রায় ৯০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৭ কোটি (২০ বিলিয়ন) ডলার। এটিকে প্রবাসী আয়ে ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করা হয়।

মহামারীর মধ্যে এই অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ উচ্চ থাকলেও পরে তা আস্তে আস্তে কমতে থাকে। তবে গত মার্চ মাস থেকে ফের বাড়তে থাকে প্রবাসী আয়। মার্চ শেষে রেমিট্যান্স আয় দাঁড়ায় ১.৯২ বিলিয়ন ডলার।

প্রতীকি ছবি

সংশ্লিষ্টরা মনে করছেন, বরাবরের মতোই রমজান ও ঈদকে সামনে রেখে প্রবাসীরা অন্য মাসের তুলনায় একটু বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। পাশাপাশি বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলায় আত্মীয়-স্বজনের চিকিৎসা বা অন্যান্য ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ৯:৪৫:৫০   ৫৯২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ