রাজীব হোসেন শান্ত রচিত গ্রন্থ ও জীবনী

Home Page » সাহিত্য » রাজীব হোসেন শান্ত রচিত গ্রন্থ ও জীবনী
বুধবার, ১৯ মে ২০২১



 রাজীব হোসেন শান্ত রচিত গ্রন্থ

রাজীব হোসেন শান্ত। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৮৬ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার অন্তর্গত পশ্চিম বেজগাঁও গ্রামে নানার বাড়ীতে।পৈতৃক নিবাস একই থানার পশ্চিম নওপাড়া গ্রামে। ছোটবেলা মায়ের কাছে তাঁর পড়াশুনার হাতেখড়ি হয়। আদর্শলিপির মাধ্যমে তাঁর শিক্ষার ভিত রচিত হয়। দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা কালীন তিনি রোকনুজ্জামান খানের হাসি কবিতা পাঠ করে মায়ের কাছে প্রশ্ন করেছিলেন, এই লেখাটা কিভাবে আসল? তাঁর মা বলেছিলেন এটা একজন কবি লিখেছেন। সেই থেকে তাঁর মনে কাব্যপ্রেম জাগ্রত হয়।অষ্টম শ্রেণী থেকে আজো পর্যন্ত তিনি নিয়মিত লিখে যাচ্ছেন। কবিতা,উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ এবং নাটক রচনায় তাঁর পারঙ্গমতা রয়েছে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো চতুর্দশপদী কবিতাবলী।
সনেট রচনার প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সনেটগুলো পড়ে তিনি বেশি অনুপ্রাণিত হোন। পেত্রার্ক, শেক্সপিয়ার, এডমান্ড স্পেনসার ও ফরাসী ফরম্যাটে তিনি সনেট রচনা করেছেন। ‘চতুর্দশপদী কবিতাবলী’ গ্রন্থটি তাঁর অদম্য সাধনার ফল। ১১১ টি সনেট নিয়ে এটি তাঁর সেরা সাহিত্যকর্ম বলে তিনি নির্বাচিত করেছেন। ইংরেজি সাহিত্য নিয়ে তিনি সরকারি কবি নজরুল কলেজে পড়াশুনা করেছেন। সাহিত্য সাধনা তাঁর আজন্ম। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহঃ
কাব্য
রজনীগন্ধা- ২০০৬
শৃঙ্খলমুক্ত -২০০৮
স্বর্গভূমি বাংলাদেশ -২০১০
বিবর্তনের কাল-২০১৩
চতুর্দশপদী কবিতাবলী-২০২১
উপন্যাস
ব্যথার মালা- ২০১০
নিবন্ধ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা -২০১৪
তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপি অনেক রয়েছে। এগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হবে। সাহিত্য,ধর্ম,দর্শন, রাজনীতি নিয়ে তিনি নিয়মিত চর্চা করেন।
মানুষের কল্যাণের জন্য মনের সব কথা বলতে পারাটাই গণতন্ত্র বলে তিনি বিশ্বাস করেন। গান শুনতে তিনি পছন্দ করেন।

রাজীব হোসেন শান্ত ফাইল ছবি

পিতাঃ হুমায়ুন মোল্লাা
মাতাঃ নিলুফা বেগম
দাম্পত্য সঙ্গীঃ সুমি
ধর্মঃ ইসলাম
জাতীয়তাঃ বাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঃ হোগলাগাঁও আবুল হাসেম উচ্চ বিদ্যালয়
সরকারী শ্রীনগর কলেজ
সরকারী কবি নজরুল কলেজ
প্রিয় ব্যক্তিত্বঃ কাজী নজরুল ইসলাম, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কর্মজীবনঃ ব্যবস্থাপক ( কমিশন এজেন্ট)

রাজীব হোসেন শান্ত

বাংলাদেশ সময়: ১:৪৮:৩০   ১৩৬৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ