মারবো এখানে, লাশ পরবে শ্মশানে -মেজর ডা.খোশরোজ সামাদ

Home Page » সাহিত্য » মারবো এখানে, লাশ পরবে শ্মশানে -মেজর ডা.খোশরোজ সামাদ
সোমবার, ১০ মে ২০২১



মিঠুন চক্রবর্তীর সঙ্গে মেজর ডা. খোসরোজ সামাদ ফাইল ছবি

১.মিঠুন চক্রবর্তী। প্রায় তিন যুগ আগে সারা দুনিয়ার কোটি কোটি দর্শক মন্ত্রমুগ্ধের মতো তাঁর ‘ডিসকো ড্যান্সার ‘ছায়াছবি দেখে উল্লাসে ভেসেছেন । ফাটা কেষ্ট খ্যাত মিঠুনের সংলাপ ‘ মারবো এখানে লাশ পরবে শ্মশানে ‘ তাঁকে নতুন করে আলোচনার পাদ প্রদীপে নিয়ে আসে। সদ্য সমাপ্ত পশ্চিম বাংলার নির্বাচনে তিনি প্রত্যক্ষভাবে প্রচারণায় অংশ নিয়ে নিজেকে ‘ চন্দ্রবোড়া কাল কেউটে ‘হিসেবে পরিচিত করালেও তাঁর সমর্থিত দলকে পরাজয়ের গ্লানি বরণ করে নিতে হল। ঘটনাচক্রে ভারতের কেন্দ্র সরকার যে দলই গঠন করেছে পশ্চিম বংগে সেদল কখনই ক্ষমতার স্বাদ পায় নি।
২.মিঠুনের যুক্তি ছিল বিরোধী শিবিরে নয় কেন্দ্র সরকারের দলে পশ্চিম বাংলা থাকলে বেশী উন্নয়ন হবে। ভারতের রুপালী পর্দার অনেক নায়ক নায়িকারা রাজনীতিতে ক্ষমতার স্বাদ পেলেও মিঠুনের সমীকরণ আরেকবার ভুল হয়ে গেলো।
৩.মিঠুনের রাজনীতি নকশাল, কংগ্রেস,তৃণমূল হয়ে বিজেপিতে বাঁক ঘুরে এলো। প্রায় একযুগ আগে এক আনন্দ সন্ধ্যায় তাঁর সাথে ধুন্দুমার আড্ডায় আমার কাঁধে স্নেহাদ্র হাত রেখে জানান,জীবনে শত শত ছবিতে অভিনয় করলেও সশস্ত্র নকশাল আন্দোলনের পটভূমিতে নির্মিত ছায়াছবি ‘ তাহাদের কথা’র কেন্দ্রীয় চরিত্রের সাথে তিনি নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন।
৪.ভারতীয়রা তাঁদের নির্বাচনে কাদের হারাবে বা জেতাবে সেটি তারাই ঠিক করুক।
৫.প্রতিবেশী দেশ হিসেবে করোনার ‘ গণহত্যায় ‘ আমরা সমব্যথী।মিঠুনের কথার অপভ্রংশ ঘটনাচক্রে সত্যি হল। শ্মশানে লাশের পর লাশ পরছে। করোনা জর্জর বাংলাদেশ আর লাশের বোঝা বহন করতে পারছে না। তাই ভারতসহ দুনিয়ার যে কোন দেশ হতে করোনার নতুন কোন ভ্যারিয়্যান্ট যেন আমাদের সংক্রমণ করতে না পারে সে জন্য যুগোপযোগী পদক্ষেপ রাখতে হবে। কি ভাবে? শুধু সীমান্ত বন্ধই নয়, মাস্ক পরা, সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া আর সামাজিক দূরত্ব মেনেই সেটি অনেকটাই সম্ভব।
মেজর ডা.খোশরোজ সামাদ

এম বি বি এস, এম ফিল ( বি এস এম এম ইউ) ক্লাসিফাইড স্পেশালিষ্ট বাংলাদেশ আর্মড ফোর্সেস

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৩   ৬৬৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ