হুমায়ুন কবীর হিমু’র রচিত গ্রন্থ ও জীবনী

Home Page » সাহিত্য » হুমায়ুন কবীর হিমু’র রচিত গ্রন্থ ও জীবনী
শুক্রবার, ৭ মে ২০২১



 হিমু খান রচিত গ্রন্থসমূহ

হুমায়ুন কবীর হিমু’র জন্ম ৯ নভেম্বর ১৯৭৫ সালে পুরান ঢাকার গনকটুলীতে। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। বর্তমানে ঢাকার মিরপুরের পশ্চিম মনিপুরের বাসিন্দা। ঢাকা কলেজ থেকে পড়াশুনা শেষ করে বর্তমানে বাংলাদেশের একটি স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানীতে কর্মরত। লেখালেখির শুরু সেই কলেজ জীবন থেকে। কলেজে থাকা অবস্থায় স্থানীয় পত্রিকায় লেখালেখি করতেন। সেই সময়েই তিনি লিখেছিলেন, উপন্যাসটির নাম ছিল চন্দনের খোলা ডায়েরি । উপন্যাসটি তখন বেশ প্রসংশিত হয়েছিল। তাছাড়া বেশ কয়েকটি ছোটগল্পও তিনি লিখেছেন। যা বন্ধু মহলে প্রশংসা পেয়েছে। গত পাঁচটি বইমেলায় জাতীয়ভাবে তার ছয়টি উপন্যাস যথাক্রমে : ভালোবাসায় লোডশেডিং, ভালোবাসায় বজ্রপাত, একজন মতি মাস্টার, ভালোবাসায় নিম্নচাপ, রাত্রির সাতকাহন, কবি প্রকাশিত হয়। তার লেখা ছয়টি উপন্যাসেই সারাদেশের পাঠক মহলে তার লেখা উপন্যাস গুলো ব্যাপক সারা ফেলেছিলো। তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, তিনি অত্যন্ত সহজ-সরল ভাষায় লিখতে ভালোবাসেন। তার লেখা পড়লে মনে হয় অতি আপনজনের লেখাই যেন পড়ছি।

ফাইল ছবি হিমু খান
বসন্ত বিলাস’ উপন্যাসটির মূল চরিত্র মুন্নার জীবনের পাওয়া না পাওয়া, ভালোবাসার মানুষ জাকিয়াকে হারানোর বেদনা, তার মামাতো বোন ফারজানার অব্যক্ত ভালোবাসার কাহিনি নিয়ে আবর্তিত। লেখকের ভবিষ্যৎ পরিকল্পনা গল্প বা উপন্যাসের মাধ্যমে বাংলাদেশের  মানুষের ঘুমান্ত  বিবেককে জাগ্রত করে তোলা। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে সমাজের অসংগতি তুলে ধরাই লেখকের মূল লক্ষ্য। বসন্ত বিলাস’ উপন্যাসটি প্রকাশের পুর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

কবি ও লেখক  হুমায়ুন কবীর হিমু

বাংলাদেশ সময়: ২০:২১:৪৫   ৮৫৪ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ