রান খরা কাটাতে পারছে না সাকিব-তামিম

Home Page » খেলা » রান খরা কাটাতে পারছে না সাকিব-তামিম
শনিবার, ১০ আগস্ট ২০১৩



x00037pagespeedicgsecrjl31u.jpgতোহা,ডেস্ক :ডেক্যারিবিয়বন ক্রিকেট লীগে ব্যর্থতার বৃত্ত থেকে একেবারে বেরুতে পারছেন না বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আর হাসান আর তামিম ইকবাল। সাকিব একম্যাচে দারুণ বোলিং আর তামিম এক ম্যাচে ভাল ব্যাটিং করেছেন কেবল গত কয়েকটি ম্যাচে। ঈদের দিন শুক্রবারও (ওয়েস্ট ইন্ডিজে বৃহস্পতিবার) সাকিব-তামিম পরস্পরের মুখোমুখি ম্যাচে দু’জনই ব্যর্থ হয়েছেন। বাংলাদেশে ঈদের দিন ভোর ৬টায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে মুখোমুখি হয় তামিম-সাকিবের দল সেন্ট লুসিয়া জুকস ও বার্বাডোস ট্রাইডেন্টস। এ ম্যাচে ৮৩ রানের বড় ব্যবধানে জিতেছে সাকিবের দল। এর আগেও সাকিবের দলের কাছে হেরেছিল তামিমের দল। এদিন বার্বাডোজ ট্রাইডেন্টস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের সর্বোচ্চ ৪৮ রান করেন ডোয়াইন স্মিথ। সাকিব আউট হন ৯ বলে মাত্র ১২ রান করে। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিমের দল সেন্ট লুসিয়া জুকস প্রথম রানেই নিজেদের প্রথম উইকেট হারায়। উইকেটটি ছিল তামিমের। এরপর শুরু হয় আসা-যাওয়ার পালা। মাত্র ৭৪ রানে সেন্ট লুসিয়া হারায় ৫ উইকেট। পরের ৫ উইকেট পড়ে ১৮ রানে। শেষ পর্যন্ত ৯২ রানে গুটিয়ে যায় তামিমের দল। ফলে ৮৩ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ব্যর্থ হন সাকিব। দুই ওভারে ১৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অপরাজিত ৩৪ রান ও ২ ওভারে৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাইরন পোলার্ড।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩১   ৪০৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ