অধ্যাপক ডা. মো. আবদুর রহিম এর যত বই - বঙ্গনিউজ চেতনার বইমেলা

Home Page » সাহিত্য » অধ্যাপক ডা. মো. আবদুর রহিম এর যত বই - বঙ্গনিউজ চেতনার বইমেলা
শনিবার, ২৪ এপ্রিল ২০২১



বঙ্গনিউজ লাইভ এ অধ্যাপক ডা. মোঃ আব্দুর রহিম ও অধ্যাপক লুৎফর রহমান জয়

বঙ্গনিউজঃ     অধ্যাপক ডা. মো. আবদুর রহিম ১লা জুন, ১৯৫৫ সালে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে দূরদর্শী এই চিকিত্সক অধ্যাপক ও চেয়ারম্যান হিসাবে ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় দায়িত্ব পালন করেন। নিভৃতচারী এই কবি অবসর পেলেই লিখতে ও বই পড়তে ভালোবাসেন। তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় শিশু দিবস সম্মাননা পদক’, ‘বেগম রোকেয়া স্মৃতি স্বর্ণপদক, বাংলাদেশ কবি সংগঠন সম্মাননা স্মারক’, ‘জীন হেনরী ডুণান্ট স্মৃতি পদক’, কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিপদকসহ নানান সাংগঠনিক সম্মাননা ও পদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭১টি। এর মেধ্যে কাব্যগ্রন্থ ৩০টি, ছড়াগ্রন্থ। ৫টি এবং শিশুতোষ গল্পগ্রন্থ ৬টি। এছাড়া ইতোমধ্যেই তিনি শিশুসাহিত্যিক হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। কাব্যের ভাষা তাঁর নিজস্ব। ছন্দে পারদর্শী এই কবি তার কবিতায় তুলে ধরেন অতি বাস্তব ও সমাজসংস্কারের নানা প্রেক্ষাপট ও নির্দেশন। যেখানে বিদগ্ধ পাঠকসমাজ খুঁজে পাবেন জীবনের গুরুত্বপূর্ণ চরিত্র ও জ্ঞান। তিনি প্রতিনিয়ত শিশুকিশোরদের জন্য শিক্ষামূলক ছড়া ও গল্প লিখে যাচ্ছেন। এবার অমর একুশে গ্রন্থমেলায় তাঁর বই জ্ঞানপিপাসু পাঠক আগ্রহভরে গ্রহণ করেন।

অধ্যাপক ডা. মোঃ আব্দুর রহিম
অধ্যাপক ডা. মো. আবদুর রহিম রচিত গ্রন্থসমূহ নিম্নরূপঃ

`গ্রন্থসংখ্যাঃ ৭১ (কবিতাগ্রন্থঃ ৩০, ছড়াগ্রন্থঃ ৩৫, শিশুতোষ গল্পগ্রন্থ ৬)
প্রকাশের বর্ষঃ ২০১৫
কবিতাগ্রন্থঃ
১) রংধনু রংমাখা মেঘ শুধু নয়
২) নিস্তরঙ্গ সরোবরে তুমি তোলো ঢেউ
৩) কথা বলে যাও তুমি ফুলের ভাষায়
ছড়াগ্রন্থঃ
১) ফুলের সাখেও খেলে রঙিন ফড়িং
২) আকাশের বুকে তারা করে ঝিকমিক
প্রকাশের বর্ষঃ ২০১৬
কবিতাগ্রন্থঃ
১) অভিমান
২) আবার এসেছি কাছে
৩) নিসর্গের মাঝে
৪) কুসুমিত কুঞ্জবনে
৫) বাতায়ন
৬) বিজয়ের দিন
৭) তবু ধন্য নাব্যতায় নগর জীবন
ছড়াগ্রন্থঃ
১) প্রজাপতি
২) ঘুড়ি
৩) পাখি
৪) লজ্জাবতী
৫) আলোকিত মন
৬) শিশির
৭) সাঁঝের বেলা
৮) মন ছুটে যায় গ্রামে
৯) দুষ্ট আমি নই
১০) লুকোচুরি
গল্পগ্রন্থঃ
১) শিয়াল পন্ডিতের সংবর্ধনা
২) ভূতের ভয়
প্রকাশের বর্ষঃ ২০১৭
কবিতাগ্রন্থঃ
১) ঝরাপাতা
২) মুখোমুখি
৩) পাশাপাশি
৪) মেঘে ঢাকা চাঁদ
ছড়াগ্রন্থঃ
১) খোকন সোনামণি
২) হলুদ ফুলের দেশে
৩) রঙিন বেলুন
৪) ব্যাঙেরা গায় গান
৫) খুকুমণির বায়না
৬) বৃষ্টি পড়ে ঝম ঝম
৭) হেলেদুলে হাতি যায়
৮) শাপলা ফোটা ঝিলের জলে
গল্পগ্রন্থঃ
১) মহিষের জয়
২) আদর
৩) আবেগের ঘুড়ি
৪) মনে পড়ে একাত্তর
প্রকাশের বর্ষঃ ২০১৮
কবিতাগ্রন্থঃ
১) স্মৃতির প্রান্তর
২) মেঘলা আকাশ
৩) মায়াময় ছায়াময় ¯িœগ্ধ কুঞ্জবন
৪) মায়াবী পাহাড়
ছড়াগ্রন্থঃ
১) মেঘ পাহাড়ের দেশে
২) শৈশবের খেলাধুলা
৩) ঝুমকোলতা
৪) পিঠাপুলির দেশ
প্রকাশের বর্ষঃ ২০১৯
কবিতাগ্রন্থঃ
১) মধুমাধবী
২) প্রণয়ের খেলা
৩) কল্পনার অন্ধকারে
ছড়াগ্রন্থঃ
১) রোদের খেলা রঙের মেলা
২) প্রত্যাশার রাজকুমার
৩) ঝিলমিল করে ঝিল
প্রকাশের বর্ষঃ ২০২০
কবিতাগ্রন্থঃ
১) স্মৃতির মিছিল
২) চলে গেছ চিরতরে
ছড়াগ্রন্থঃ
১) ওগো আমার মা
২) শিশুর মধুর হাসি
৩) ফুলের মতো মন

প্রকাশের বর্ষঃ ২০২১
কবিতাগ্রন্থঃ
১) জীবনপথের বাঁকে
২) স্মৃতিময় দিন
৩) সুিিপ্রয় সৃহৃদ
৪) মনের বনে আগুন জ্বলে
৫) মনের ভুবনজুড়ে তোলে আলোড়ন
৬) কাব্যকলা কথামালার ছন্দ শুধু নয়
৭) স্বপ্নিল বিজয়গাথা
ছড়াগ্রন্থঃ
১) আধো-আধো বোল
২) আয় চাঁদ আয় আয়
৩) আয় আয় আয় পাখি
৪) বারো মাসে ষড়্ঋতু
৫) বাবুই পাখির বাসা দোলে

বাংলাদেশ সময়: ১১:১৮:২৫   ১৫৩৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ