লকডাউনের জন্য ঢাকা ছাড়ছে মানুষ, রাস্তায় প্রচন্ড দুর্ভোগ

Home Page » জাতীয় » লকডাউনের জন্য ঢাকা ছাড়ছে মানুষ, রাস্তায় প্রচন্ড দুর্ভোগ
সোমবার, ১২ এপ্রিল ২০২১



সংগৃহীত ছবি-আরিচা ফেরি ঘাটের দিকে মানুষ

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: করোনার সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী বিধিনিষেধ আরোপ করা হয়, যা শেষ হচ্ছে আজ রোববার। এরইমধ্যে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দেয়া হয়েছে।

বিধিনিষেধ ও লকডাউনের মাঝের দুই দিনকে সামনে রেখে আজ রোববার থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সড়কে বাস না চলায় ট্রাক ও তিন চাকার যান এবং মোটরসাইকেলে করে ঘরমুখী হচ্ছে তারা।

সংগৃহীত ছবি- লকডাউনে ঢাকা ছাড়ছে মানুষ

এদিকে, চলমান নিষেধাজ্ঞা আরো দুই দিন বাড়িয়ে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ফলে আগামীকাল ও পরশু দূরপাল্লাসহ আন্তঃজেলা বাসও বলবে না।

এমন অবস্থায়ও আজ সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি না মেনে ফেরিতে করে পদ্মা নদী পার হন তারা। এদের বেশিরভাগই ঢাকা ও আশপাশের জেলার খেটে খাওয়া মানুষ।

ফেরি পারানো মানুষগুলো বলছে, লকডাউন কতদিন চলে, তা নিয়ে শঙ্কার মধ্যে ঢাকায় থেকে কষ্ট পাওয়ার চেয়ে বাড়িতে গিয়ে থাকাই ভালো। সেজন্য অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন তারা।

ঘাটের লোকজন জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য মাওয়া-কাওড়াকান্দি এবং দোলতদিয়া-পাটুরিয়া ফেরি ব্যবহৃত হয়। গত দুই দিন ধরে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

প্রতীকি ছবি

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া অফিসের এজিএম ফিরোজ শেখ বলেন, সরকারি বিধিনিষেধে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী ট্রাকের সঙ্গে সাধারণ মানুষকে পার করছে ফেরিগুলো।

বাংলাদেশ সময়: ১০:১৫:৪৩   ৯১৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ