ড. সুমন কুমার পান্ডের দুটি গ্রন্থ বইমেলায় পাঠকেরা নিঃশেষ করে নিলেন; প্রথম মুদ্রনের সব বই বিক্রি !!

Home Page » বিনোদন » ড. সুমন কুমার পান্ডের দুটি গ্রন্থ বইমেলায় পাঠকেরা নিঃশেষ করে নিলেন; প্রথম মুদ্রনের সব বই বিক্রি !!
সোমবার, ১২ এপ্রিল ২০২১



লেখক ড. সুমন কুমার পান্ডে ও তার দুটি গ্রন্থ

সরাসরি বইমেলাঃ করোনাকালীন দূর্যোগের এই বইমেলায় লেখক প্রকাশক তাদের ইচ্ছা অনুযায়ী বই প্রকাশ করতে এবার পারেননি । নানা কারনেই এই পরিস্থিতির বইমেলা একটা মন্দার কবলে পড়েছে । তবে লেখক প্রকাশক এমনকি পাঠকরাও তাদের নিজস্ব চেষ্টা ও চেতনা দিয়ে বইমেলাকে বর্নীল করে তুলেছেন । প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে , অতিথিবৃন্দ আলোচোনা করেছেন , বিভিন্ন সংবাদ ও ইলেক্ট্রনিক  মাধ্যমগুলো সরাসরি বইমেলার অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। আজ ১২ই এপ্রিল মেলা শেষ হয়ে হচ্ছে ।বই বিক্রয় আশানুরূপ না হওয়ার মধ্যেও কিছু কিছু বইয়ের বিক্রি অবাক করার মত হয়েছে । এর মধ্যে লেখক -গবেষক ড.সুমন কুমার পান্ডের দুটি গ্রন্থ ‘ চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং ‘ আমাদের বঙ্গবন্ধু’ মেলা শেষ হবার আগেই শেষ হয়ে গেছে ।

অনিদ্য প্রকাশের প্যাভিলিয়ন

সরেজমিন অনিন্দ্য প্রকাশে গিয়ে এই তথ্য জানা যায় । প্রথম মুদ্রনের ৫০০০ কপিই প্রায়  শেষ হয়ে গেছে। এমন দ্রততম সময়ে বিক্রি হওয়া বই দুটির ফ্লাপ থেকে ড. সুমন কুমার পান্ডের জীবনী হুবহু এখানে তুলে ধরা হলো।

ড. সুমন কুমার পান্ডে
জন্ম : ০৭ই জুন ১৯৭৬ রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়ণপুর গ্রাম।
পিতা : প্রয়াত সুকুমার কুমার পান্ডে।
মাতা : শিখা রানি পান্ডে।
পড়ালেখা : রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৯৭ সালে বিএ অনার্স এবং ১৯৯৮ সালে এমএ পাশ করেন। ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আজীবন সদস্যপদ : ২০০৮ সালে বাংলা একাডেমির আজীবন সদস্যপদ লাভ করেন।
পেশা : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
পরবর্তীতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হওয়ার পর সহযোগী অধ্যাপক, বাংলা পদে থাকাকালীন কয়েকটি সরকারি কলেজে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে  উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর পরিচালক পদে কর্মরত আছেন।
প্রকাশিত গ্রন্থ ; কবিতা, ছােটোগল্প, প্রবন্ধ, উপন্যাস, সম্পাদিত গ্রন্থসমেত ৫০টিরও বেশি।

বাংলাদেশ সময়: ৯:৫৭:৪৫   ২৩১৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ