দেশে একদিনে মৃত্যু ৭৭ জন, কমেছে শনাক্ত,মৃত্যুর রেকর্ড সর্বোচ্চ

Home Page » জাতীয় » দেশে একদিনে মৃত্যু ৭৭ জন, কমেছে শনাক্ত,মৃত্যুর রেকর্ড সর্বোচ্চ
শনিবার, ১০ এপ্রিল ২০২১



ফাাইল ছবি-স্বাস্থ্য অধিদপ্তর

বঙ্গ-নিউজ: প্রতিদিনই রেকর্ড ভেঙ্গে চলেছে মৃত্যু বা সংক্রমণ অথবা দুটিই। আজকের ৭৭ জনের মৃত্যু পুর্বের একদিনের মধ্যে মৃৃত্যুর মধ্যে সর্বোচ্চ। দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৩৪৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। যা ২৪ ঘণ্টায় মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৬৬১।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়েছে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪৩টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ১৮৫টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৭৭টি। এর মধ্যে আরো ৫ হাজার ৩৪৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৭ হাজার ৪৬২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু। এ নিয়ে দেশে মোট ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হলো। এর আগে একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং বাকি ২৪ জন নারী। এরা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২০:০৯:২৩   ১০১৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ