ভাঙ্গা থানা চত্বরের হামলা ও ভাংচুর পরিকল্পিত -এসপি আলিমুজ্জামান

Home Page » প্রথমপাতা » ভাঙ্গা থানা চত্বরের হামলা ও ভাংচুর পরিকল্পিত -এসপি আলিমুজ্জামান
শনিবার, ২৭ মার্চ ২০২১



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের বিরোধীতা কারীরা  ভাঙ্গা থানা চত্বরে হামলা চালায় (ডানে), খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জান (বামে)।
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সফরে আসার প্রতিবাদে হেফাজতের নেতা-কর্মীরা ভাঙ্গা থানা চত্বরে যে হামলা চালিয়েছে, এ ঘটনা পরিকল্পিত বলে দাবী করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। শনিবার দুপরে ঘন্টাব্যাপী ভাংচুর ও তান্ডবলীলার খবর পেয়ে থানা চত্বর পরিদর্শণ করেন পুলিশ সুপার। পরে সাংবাদিকদের সাথে ঘটনার বিবৃতি প্রদানের সময়ে তিনি এ দাবী করেন।
তিনি আরও বলেন, কয়েকদিন যাবৎ দেশে যে অস্থিরতা চলছে এরই অংশ হিসেবে বিক্ষোভকারীরা ভাঙ্গায় মহাসড়কে বিক্ষোভ করে থানার অভিমুখে আসে। পরে তান্ডবলীলা চালিয়ে পুলিশের দুইটি মোটর সাইকেল ভাংচুর করেছে। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ৪০ থেকে ৪৫ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ছয় পুলিশ কর্মকর্তা ও সদস্য আহত হয়। দ্রুত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে আসার প্রতিবাদে শনিবার দুপরে হেফাজতের শত শত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে থানা অভিমুখে আসে। পরে তারা থানার মধ্যে ঢুকে হামলা চালিয়ে প্রধানগেট সহ দুইটি মোটর সাইকেল ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৪৫ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় এসআই সহ ছয় পুলিশ আহত হয়। আহত পুলিশ সদস্যদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমুদ্দিন।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৮   ১০০৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ