ভাঙ্গায় সড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর, আটক-১

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় সড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর, আটক-১
রবিবার, ২১ মার্চ ২০২১



সড়ক দূর্ঘটনায় নিহত শাকিল খান (২২), নাইমুর রহমান রনি (২০)
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের হাসামদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির আহম্মদ নামে প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসদরের হোগলাডাঙ্গী গ্রামের আবু তালেব ফকিরের ছেলে নাঈমুর রহমান রনি (২০) ও চৌধুরী কান্দা সদরদীর শফিকুল খানের ছেলে মোঃ শাকিল খাঁন (২২)। এছাড়া গুরুতর আহত হয়েছে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের হানিফ শিকদারের ছেলে অপু (২৩)।
আটককৃত প্রাইভেট কারের চালক ঝিনাইদহ সদরের ধুপাফেলা গ্রামের মোঃ জামালের ছেলে জাকির আহম্মদ (২৬)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে রনি ও শাকিল কাউলীবেড়া বন্ধুর বাড়িতে দাওয়াতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে রাতের খাবার শেষ করে সেখান থেকে তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাঙ্গা-মাওয়া মহাসড়কের হাসামদিয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রনি ও শাকিল মৃত্যু বরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং আহত অপুকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, কাউলীবেড়া থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গায় ফিরছিল তিন বন্ধু। অপর দিকে বরিশাল থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহযোগিতায় আহতকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চালক ও ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩২   ১০২৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ