বঙ্গবন্ধু তুমি-মোসাম্মৎ আয়েশা আক্তার

Home Page » সাহিত্য » বঙ্গবন্ধু তুমি-মোসাম্মৎ আয়েশা আক্তার
বুধবার, ১৭ মার্চ ২০২১



মোসাম্মৎ আয়েশা আক্তার

বঙ্গবন্ধু তুমি বাঙালির জন্য
এক অখণ্ড মুক্ত আকাশ কিনতে চেয়েছিলে!
যে আকাশে প্রজন্ম থেকে প্রজন্ম
উড়াবে ঘুড়ি ইচ্ছেমতো আপন মনে!
তাইতো তুমি চিঠি লিখেছিলে-
পদ্না, মেঘনা আর যমুনাকে ঠিকানা করে।
প্রেরক ছিলে তুমি নিজে।
প্রাপক করেছিলে সাত কোটি বাঙালিকে!
তোমার চিঠির ভাষা ছিলো অনবদ্য!
বাঙালি তাই তোমাকে হৃদয়ে ধারণ করে,
তোমাকে স্মরে লিখে যায় পদ্য!

বঙ্গবন্ধু তুমি!
বাঙালির এক অখন্ড মুক্ত আকাশের জন্য
একটি স্বাধীনতার সূর্য কিনতে চেয়েছিলে!
যে সূর্যের আলোর কণার বিচ্ছুরণ
শত সহস্র আলোকবর্ষ পেরিয়ে হীরক দ্যোতি ছড়াবে;
করবে বাঙালি জাতিকে দীপ্যমান!

বঙ্গবন্ধু তুমি!
এই অখন্ড মুক্ত আকাশটাকে আলোকিত করার জন্য
সূর্য কিনতে গিয়ে জীবনের কতটা সময়ই না
তোমার কেটেছে জেলের অন্ধকারে!
সূর্য কেনার দৃঢ় শপথ বাক্য গর্জে উঠেছিল
তোমার বজ্রকন্ঠে ” এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ”
তোমার অসীম ত্যাগ আর দৃঢ় মনোবল;
বাঙালিকে এনে দিয়েছিল বাহুতে বল!
আমরা বাঙালিরা এক অখন্ড আকাশ পেলাম,
স্বাধীনতার দীপ্যমান সূর্যটাকে পেলাম।
সবুজ জমিনে শহিদের বুকের তাজা রক্ত দিয়ে
লেখা হলো তোমার নামের পাশে
” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ” তার নাম!

বঙ্গবন্ধু তুমি!
আজকের দিনে তুমি জন্মেছিলে
টুঙ্গীপাড়া গ্রামে “খোকা” নামে!
আর আমরা তোমাকে ডেকেছি ” জাতির পিতা” নামে।
তুমি রয়ে যাবে বাঙালির অন্তরে চির অম্লান!

মোসাম্মৎ আয়েশা আক্তার,
সহকারী অধ্যাপক,
অর্থনীতি বিভাগ,
ঢাকা কলেজ, ঢাকা!

বাংলাদেশ সময়: ২:২১:৪৫   ৮৫৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ