আঁধারের জীবন -গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » আঁধারের জীবন -গুলশান আরা রুবী
সোমবার, ১৫ মার্চ ২০২১



গুলশান আরা রুবী

????Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu ????


আঁধারের জীবন

___/ গুলশান আরা রুবী


আমার ধরিত্রী শুধুই অন্ধকার

এখানে কেউ আসল আলোর দেখা পাবে না

আছে শুধুই নিশাচর।


শব্দের ছন্দ ছড়াছরি আমার চারপাশ

কিন্তু আলো প্রবেশ নিষেধ

শব্দ চাষের নেই শেষ।


আমার দুচোখের মণিতে আঁধার বরণ করেছি

আলোকে বহুকাল আগে বিদায় দিয়েছি।


এখন আমার কাছে দিবারাত্রি সবই সমান

আঁধার আমার একমাত্র সঙ্গী হয়ে রাখছে প্রাণ।


আমি দুহাতের আঙুলের ছোঁয়ায় শব্দের আলো খুঁজে পাই

তবুও খুঁজি নিশিতে আলোর ঘ্রাণ কাছে যদি পাই।


আকাশে তো অনেক রং দেখেছি কত ছিল মিল

সাত রঙের রংধনু লাল,নীল, বেগুনি,হলুদ বরণ এইতো ছিল।


আমার দু’চোখ ছিল ভোরের আলোয় জ্যোতি    এমনও সময় ছিল ভোরের শিশির কণায় হেঁটেছি কত দিবারাত্রি।


দুই চোখ ভরে আলো দেখাটাই ছিল পরম সুখ

আজি এই অন্তিম সময় অন্ধকার জগতের আছে শুধু দুখ।


এখন এই আঁধারের সাথে করেছি আমি সন্ধি,

এই আঁধারের মাঝে শব্দের আলোয় হয়েছে বন্ধি।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৬   ৯২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ